রাজ্যের খবর

পুকুর পাড়ে রোদ পোহাচ্ছে কুমির! লোকালয়ে এল কোথা থেকে?

Crocodile sunbathing on the shore of the pond! Where did the locality come from?

The Truth Of Bengal : ফের লোকালয়ে ঢুকে পড়ল কুমির। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বাসন্তী থানার মসজিদবাটি গ্রামের পথ চলতি মানুষ পুকুর পাড়ে বিশালাকার একটি কুমিরকে শুয়ে থাকতে দেখেন। এরপর এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ স্থানীয় মানুষজন লোকালয়ের পুকুর পাড়ে একটি পূর্ণ বয়স্ক কুমির দেখতে পান। এরপর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার মসজিদবাটি গ্রামে। এদিন স্থানীয়রা মঙ্গল মন্ডল নামে এক এলাকাবাসীর বাড়ির পুকুর পাড়ে কুমিরটিকে দেখতে পান। এরপর সবাই তারা মিলে বন দফতরকে খবর দেয়। স্থানীয়দের অনুমান, পাশের বিদ্যাধরী নদী থেকে কুমিরটি হয়তো লোকালয়ে চলে এসেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

প্রসঙ্গত, এটাই প্রথমবার নয় এর আগেও বাসন্তী থানার অন্তর্গত এলাকায় বহুবার কুমির লোকালয়ে ঢুকে পড়েছে। বাসন্তী এলাকার আশেপাশে মাতলা নদী এবং বিদ্যাধরী নদী থাকায় বারবার এই ঘটনা ঘটছে বলেই স্থানীয়দের একাংশের অনুমান।

 

Related Articles