মর্মান্তিক! জামাইষষ্ঠীতে দুঃসংবাদ, দিদি – জামাইবাবুর জন্য আর মাংস আনা হল না ভাইয়ের
Shocking! Bad news on son-in-law's birthday, brother-in-law did not bring any more meat for brother-in-law

The Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : জামাইষষ্ঠীতে দুঃসংবাদ। গোটা বাড়ি আনন্দ উচ্ছ্বাসে ভরে ছিল। অনেকদিন পর জামাইষষ্ঠী উপলক্ষে বাড়িতে আসবে দিদি- জামাইবাবু। তার জন্য আয়োজনের খামতি ছিলনা। নিজের হাতে মাংস আনার জন্য বাইক নিয়ে বাজারে বেরিয়েছিল ভাই। কিন্তু আর ফেরা হল না। জামাইষষ্ঠীর মাংস কিনতে গিয়ে পথ দূর্ঘটনায় মৃত্যু এক যুবকের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায়। আর এই দূর্ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, মৃতের নাম প্রতিক ঘোষ। বাড়ি গোঘাটের সেনাই গ্রামে। বাড়িতে দিদি জামাইবাবু আসবে, সেই আনন্দে বুধবার সকালে জামাইষষ্ঠীর মাংস কিনতে বাইকে করে বেরিয়েছিল প্রতিক। বেঙ্গাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ উল্টো দিক থেকে আসা কোতুলপুর গামী একটি লরি তাকে ধাক্কা মারে। একেবারে পিষে দেয় তাকে। ফলে
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে এসেই প্রথমে তাঁরা মৃতদেহটি উদ্ধার করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে চালক ঘটনাস্থল থেকে পলাতক। তবে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়।