তিলচাষে লক্ষ্মীলাভের আশা,বিকল্প চাষে উপার্জন বাড়ছে
Hope of Lakshmi profit in sesame farming, income is increasing in alternative farming

The Truth of Bengal: স্কুলে পড়ানোই ওঁর নেশা।মানুষ গড়ার সেই কারিগরই এখন কৃষকসমাজের দিশারী।তিল চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন কালিয়াগঞ্জের মাস্টারমশাই প্রভাস সরকার। পাটের বিকল্প চাষে রীতিমতো লক্ষ্ণীলাভের দরজা খুলে দিয়েছেন তিনি।মাস্টারমশাইয়ের এই কৃষিকথা উত্তরবঙ্গের কৃষকসমাজের কাছে আলাদা মডেল হয়ে উঠেছে।
সামান্য পরিশ্রম আর খরচেই চাষ করা যায় তিল। বিকল্প চাষ হিসেবেও এই তিলচাষ বেশ জনপ্রিয়।পাটের বিকল্প হিসাবে পরীক্ষামূলক তিল চাষ করে নজর কেড়েছেন কালিয়াগঞ্জের হলদিবাড়ি গ্রামের মাস্টারমশাই প্রভাস সরকার। পেশায় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হলেও কৃষক পরিবারেই জন্ম তাঁর।তাই পড়ুয়াদের ভবিষ্যত গড়ার কাজ করার পাশাপাশি তিল চাষের তালুক তৈরি করে কৃষিতে অন্যধরণের সাফল্যের সন্ধান দিয়েছেন তিনি। পাটের বিকল্প অর্থকারী ফসল হিসেবে তিল চাষ যে লাভজনক তা হাতেকলমে প্রমাণ করে দেখাচ্ছেন। সেকথা চাষীদের জানাতে এবছর নিজের ২ বিঘা জমিতে পরীক্ষামূলক তিল চাষ করেছেন শিক্ষক প্রভাস সরকার। তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের হাইওয়ে থেকেই মিলছে কৃষির হরেক কথা।যারজন্য কৃষকের লক্ষ্ণীর ভাণ্ডার ভরে উঠছে।
পতিত জমিতেও ভরে উঠেছে তিল গাছ। পাট গাছের মতো দেখতে এই তিল গাছ। প্রভাসবাবুর প্রত্যাশা তার চাষ করা তিলের সর্বোচ্চ ফলন মিলবে। বিকল্প হিসেবে তিল চাষের এই উদ্যোগ প্রসঙ্গে প্রভাস সরকার জানান আধুনিক প্রযুক্তি অবলম্বন করে কৃষি কাজে তার বরাবরই আগ্রহ। বেশ কয়েক বছর আগে ব্লক কৃষি দপ্তরের অফিসারদের কাছে আতমা প্রকল্পের অধীনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানতে পারেন। সেই সময় থেকেই নতুন কিছু চাষআবাদে উৎসাহ তৈরি হয়েছিল। কালিয়াগঞ্জের মাটিতে তিল চাষ ভালো হতে পারে, একথা চাষীদের সামনে তুলে ধরার জন্য এই প্রচেষ্টা, বলেও তিনি জানিয়েছেন।
তিল চাষে লাভের মুখ দেখছে কৃষক। ধান বা সরষে চাষের থেকে বেশি লাভের তিল চাষ। তিল থেকে পাওয়া যায় ভোজ্য তেল। কৃষক পরিবারে তিলের তেল ব্যবহার হয় রান্নায়। অধিক লাভ জনক হওয়ায় বাড়ছে তিল চাষ। ভোজ্য তেল থেকে তিলজাত নানা সামগ্রী বাজারে বিপণন করেও কৃষকসমাজ যে লাভবান হতে পারে সেই দরজা খুলে দেওয়ার চেষ্টা করছে প্রশাসনও।