এবার হরিয়ানায় বিনামূল্যে বাস পরিষেবা, লোকসভায় অপ্রত্যাশিত ধাক্কা খেতেই ‘খয়রাতি’ শুরু বিজেপির
Now free bus service in Haryana

The Truth Of Bengal : হরিয়ানায় লোকসভায় ভোটে ১০ আসনের মধ্যে ৫ আসনে হারতে হয়েছে বিজেপিকে। শুধু তাই নয়, লোকসভায় ভোট শতাংশের নিরিখেও এগিয়ে আছে কংগ্রেস। বেগতিক বুঝে এবার সোজা খয়রাতির পথে হাঁটা শুরু করল হরিয়ানার বিজেপি সরকার। এবার হরিয়ানায় বিনামূল্যে বাস পরিষেবা পাবেন গরিবরা। হরিয়ানা সরকার শুক্রবার থেকে রাজ্যে ‘হ্যাপি কার্ড’ বিলি করতে শুরু করেছে। এই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে এক হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে সবার জন্য এই পরিষেবা নয়। শুধুমাত্র যেসব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম, তাদের জন্য এই পরিষেবা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অন্ত্যোদয় পরিবার পরিবহণ যোজনা।
প্রাথমিক ভাবে গুরুগ্রাম ও সংলগ্ন এলাকায় কার্ড বিলি করা শুরু করেছে হরিয়ানা সরকার। এর আগে কর্নাটকের কংগ্রেস সরকার ও দিল্লির আপ সরকার এই ধরনের বাস পরিষেবা চালু করেছে। তবে দুই রাজ্যেই ওই পরিষেবা শুধু মহিলাদের জন্য। হরিয়ানা সরকার সব নাগরিককেই ওই পরিষেবা দেবে। এতদিন এই ধরনের খয়রাতি নিয়ে সবচেয়ে বেশি আপত্তি ছিল বিজেপিরই। এবার তারাও এই একই পথে হাঁটতে শুরু করেছে।
উল্লেখ্য, আগামী মাস চারেকের মধ্যেই হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে লোকসভায় কংগ্রেসের উত্থান চাপে ফেলেছে পদ্ম শিবিরকে। টানা ১০ বছর ক্ষমতায় থাকায় ওই রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠছে প্রতিষ্ঠান বিরোধিতা। সেটাকে রুখতেই খয়রাতির পথে হাঁটতে শুরু করেছে হরিয়ানার বিজেপি শিবির।