
The Truth of Bengal: আজকের রাশিফল রবিবার, চন্দ্র আজ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। আজ পূর্বা ফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে। পাশাপাশি শুক্ল যোগ, ব্রহ্ম যোগ তৈরি হয়েছে। গ্রহ-নক্ষত্রের এমন অবস্থান রবিবারের মাহাত্ম্য বৃদ্ধি করেছে। আজ কোন রাশির সময় ভালো, কাদের লক্ষ্মী লাভ হবে, আবার কারা সতর্ক থাকবেন তা জেনে নেওয়া যাক।
মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়ে উন্নতির যোগ। কর্মক্ষেত্রে উন্নতি ও বদলির যোগ। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ। উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। বন্ধুবান্ধবের সঙ্গে বিলাসিতায় অর্থ নষ্ট করার জন্য সংসারে অশান্তি। পারিবারিক সমস্যায় গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। সপ্তাহের শেষান্তে অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের শত্রুরা তাঁদের চাকরি ও ব্যবসায় নতুন বাধা উৎপন্ন করতে পারেন। বরিষ্ঠদের সাহায্যে এই সমস্যা দূর করতে সক্ষম হবেন।জমি-বাড়ি ক্রয়ের আগে গুরুত্বপূর্ণ কাগজ ভালো ভাবে যাচাই করে নিন।পরিবারের সদস্যদের কাছ থেকে ফোনে কোনও সুসংবাদ পেতে পারেন।লগ্নির পূর্ণ লাভ অর্জন করতে পারবেন এই রাশির জাতক।৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতী পুজো করুন।
মিথুন রাশি
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের আর্থিক দিক ভাল যাবে। এই সময় বিভিন্ন উপায়ে হাতে অর্থ আসতে পারে। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন।
কর্কট রাশি
কর্কট রাশির ব্যবসায়ী জাতকরা ব্যবসায়ে বাধার সম্মুখীন হবেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে বরিষ্ঠ সদস্যদের পরামর্শ নিতে হবে।পরিবারের ছোট সদস্যরা ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।প্রেমীর সঙ্গে দেখা করার জন্য উৎসাহী থাকবেন।জরুরি কাজের কারণে স্বল্প দূরত্বের যাত্রা করতে হবে।আজ ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বজরংবাণ পাঠ করুন।
সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের অর্থ উপার্জন ভালই হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ্য করতে পারবেন। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন্য আরও উদ্যমী হতে হবে। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। ছোট ব্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন্য লোকসান দেখা দিতে পারে। খাওয়াদাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। এই সময় জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।
কন্যা রাশি
সপ্তাহের প্রারম্ভে কোনও সুখবর আসতে পারে। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। নববিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। বন্ধুবান্ধবকে উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের প্রেমীর সঙ্গে আপোস করতে হবে। তবে এ ক্ষেত্রে নিজের লাভ-লোকসানের কথা চিন্তা করে নিতে হবে।সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীর সঙ্গে বাইরে ঘুরতে যাবেন।ব্যবসায়ে বা বাড়িতে কারও সঙ্গে তর্কে জড়াবেন না। তা না-হলে লোকসান সম্ভব।ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।
বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। অধঃস্তন কর্মচারীদের সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না। পরিবারে তুচ্ছ ব্যাপার এড়িয়ে চলুন। বয়স্ক বাবামায়ের একাকীত্ব ঘোচানোর জন্য তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটান। বিদ্যার্থীদের জন্য সপ্তাহের মধ্যভাগ শুভ সময়। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা আর্থিক সমস্যায় জড়িয়ে থাকলে তার সমাধান খুঁজতে সফল হবেন।চাকরিজীবীরা অসাফল্যের মুখোমুখি হবেন।সরকারি চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব।বন্ধুর জন্য টকার বন্দোবস্ত করতে পারেন।উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে দুশ্চিন্তামুক্ত হলেও খরচের ব্যাপারে সাবধানে থাকবেন। কর্মক্ষেত্রে স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে দূরে থাকুন। পরিবারে কোনও ছোটখাট বিবাদকে গুরুত্ব দেবেন না। নিজের উদারতার দ্বারা সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। মরসুমের রোগ থেকে সাবধানে থাকুন। চাকুরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা বাড়ি ও ব্যবসার জন্য যে কাজ করবেন, তার সম্পন্ন হওয়া নিয়ে সংশয় থাকবে মনে। তবে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে কাজ করলে অবশ্যই সফল হবেন।আত্মীয়ের জন্য টাকার ব্যবস্থা করতে পারেন।রাজনৈতিক গতিবিধি বাড়বে।স্বাস্থ্যের যত্ন নিন।ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।
মীন রাশি
কর্মক্ষেত্রে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হতে পারে। খেলাধূলায় সন্তানের অসামান্য সাফল্যের জন্য নামী সংস্থায় চাকরির সুযোগ আসবে। ব্যবসায়ীদের ঋণ পরিশোধের ফলে সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। রাজনীতিবিদদের নিজ দলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় সড়কপথে ভ্রমণ না করাই শ্রেয়।