অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী, থমকে বর্ষার প্রবেশ
Monsoon has stopped entering South Bengal

The Truth of Bengal: অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী। বঙ্গে বর্ষা প্রবেশ কবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে। আগামী কয়েক দিন বাড়বে কলকাতার তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দুদিনে সেই তাপমাত্রায় বেড়ে দাঁড়াবে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েক দিন অস্বস্তি আরও বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া-সহ বেশ কিছু জেলার তাপমাত্রা ৪৩, ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে।
স্বভাবতই প্রশ্ন উঠেছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কবে? উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে মে মাসে কিন্তু সেখানে থমকে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার জেরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ থমকে দাঁড়িয়েছে। হাওয়া অফিসের পূর্বভারস অনুযায়ী আগামী সপ্তাহ আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বর্ষা ঢুকতে নির্দিষ্ট দিন থেকে আরও দু’দিন দেরি হবে। অবস্থা অনুকূল থাকলে ১২ কিংবা ১৩ তারিখ নাগাদ বর্ষা দক্ষিণবঙ্গে আসতে পারে বলেই সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।হাওয়া অফিস সূত্রে খবর, এপ্রিল মাসে যেরকম আবহাওয়া থাকে এখনও ঠিক সেই রকমই আবহাওয়া। রিপোর্ট বলছে, উত্তর-পশ্চিম দিক থেকে গরম হাওয়া আসছে সেই জন্য এই অস্বস্তি।