লাইফস্টাইল

শুধু ট্রেন্ডে গা-ভাসিয়ে নয়! নিজের ওয়াড্রোব কে কেন সাজিয়ে তুলবেন পরিবেশ বান্ধব পোশাকের সমাহারে? জানুন

Making Eco-Friendly Wardrobe, Why It Is So Important? Know The Reason

The Truth Of Bengal: বর্তমানে সময় যত এগিয়ে চলেছে ততই ফ্যাশন লাভারদের কাছে বাড়ছে পরিবেশ বান্ধব অর্থাৎ ইকো ফ্রেন্ডলি পোশাকের ট্রেন্ড। উৎকৃষ্ট পোশাকের মান এবং নতুন ফ্যাশন সেন্স, খুঁজে পেয়েই আরাম দায়ক পোশাকে ক্রমশ নিজেদের ওয়াড্রোব ভরিয়ে তুলছেন ফ্যাশন কিংবা পোশাকের টপ ট্রেন্ডে যারা নিজেদেরকে সবসময়ই হাই জোনে অথবা শীর্ষে রাখতে ভালোবাসেন। বলে রাখা ভালো আসলেই এই ইকো ফ্রেন্ডলি পোশাকের সমস্তটাই তৈরি করা হয় প্রাকৃতিক উপাদানের সমাহারে। পোশাকের রং থেকে শুরু করে যে উপাদান গুলি ব্যাবহার করা হয় সবটাই প্রাকৃতি থেকে সংগ্রহ করে, এতে কোনও প্রকার ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় না। এবং যার ত্বকের জন্যও যথেষ্ট ভালো।

তবে অনেকেরই প্রশ্ন থাকে কেন তারা এই পোশাক ব্যাপার করবে! এতদিন ধরে পরে আসা পোশাকের উপাদান তাদের কোনও বিশেষ ক্ষতি করেনি তবে হঠাৎই টপ ট্রেন্ডে আশা মানেই নিজের ওয়াড্রোব থেকে পুরাতন সবকিছু সরিয়ে ম নতুন করে পরিবেশ বান্ধব পোশাকের সমাহারে ওয়াড্রোব সাজাবেনই বা কেন? এবং বেশি টাকা খরচ করে? সব প্রশ্নের উত্তর রইল এখানেই।

কাপরের ভালো মান: পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি পোশাক গুলি মূলত উৎকৃষ্ট উপকরণ দ্বারা প্রস্তুত করা হয়। তাছাড়াও এও বলে রাখা ভালো পোশাক গুলি তৈরির সময় ‘অর্গ্যানিক কটন’, বাঁশ বা জৈব তন্তু দিয়ে তৈরি করা হয়ে থাকে। তাই চাইলেন এই ট্রেন্ডকে নিজের পছন্দের তালিকায় রাখতে পারেন। তাছাড়াও এই ধরনের পোশাক তৈরির ক্ষেত্রে খুব কম পরিমাণ রাসায়নিক ব্যবহার হয়। তাই জিনিসগুলি অত্যন্ত টেকসইও হয়।

পুরোনো কাপরকেই দিয়ে দিন নতুন আকর্ষণীয় লুক: বাড়ির কোনও মহিলার পুরনো শাড়ি কিংবা কোনও পুরুষদের ছিঁড়ে যাওয়া পোশাক এবার আর ফেলে দেবেন, শাড়ির কিংবা জামার অংশ বিশেষ গুলি’কে কেটে জুড়ে নতুন পোশাক তৈরি করে নিতেই পারেন। যা বর্তমানে সত্যিই ভীষণ ট্রেন্ডিং।

ব্র্যান্ড গুলিকে আরও বেশি উৎসাহ জাগানো: বর্তমানে এরকম অনেক ব্র্যান্ড রয়েছেন যারা কিনা পরিবেশ সচেতনতায় পরিবেশ বান্ধব পোশাক তৈরিতে জোর দিচ্ছেন ক্রমাগত। বাজারে এটি একেবারেই নতুন তাই শিল্পীদের এহেন ভাল উদ্যোগকে উৎসাহ দিতে ওয়াড্রোবে পরিবেশ বান্ধব পোশাক রাখায় জোর দিতেই পারেন। আর বাংলা মানেই আর্টের বাহার একটু সাপোর্ট করা বিক্রেতাদেরও বড় প্রাপ্তি।

একটি কিনুন, ভালো কিনুন: কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো ব্র্যান্ড থেকে এই পোশাক কিনলে একটু দাম বেশি হয়ে যায় ঠিকই। তাছাড়াও একেবারেই পরিবেশ বান্ধব উপকরণ সঙ্গে ভালো গুণগত মানের জন্য এই ধরনের শাড়ি, পোশাক একটু দামী হয়ে থাকে। তাই কম দামি একাধিক পোশাক অনলাইনে বাকেট লিস্টে না রেখে একটি ভাল মানের পোশাক রাখুন নিজের ওয়াড্রোবে। এ ধরনের পোশাকের কাপড় এতটাই ভালো হয় তাই এটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে।