প্রকৃতির রুদ্ররোষের কবলে পর্যটকরা, ট্রেক করতে গিয়ে মৃত ৯
9 tourists died while trekking due to nature's wrath

The Truth of Bengal: উত্তরাখণ্ডে খারাপ আবহাওয়ার জেরে পথ হারিয়ে বিপত্তির মুখে পড়েন ২২ জনের ট্রেক করতে যাওয়া পর্য়টকের দল। প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারান ৯ জন। নিখোঁজ তিন জন। চলছে উদ্ধারকাজ। অসুস্থদের দেরাদুন হাসপাতালে পাঠানো হয়। উত্তরকাশীর সাহাস্ত্রা তালে ট্রেক করতে যান ২২ জন পর্যটকের একটি দল। যাদের মধ্যে ১৮ জন কর্ণাটকের বাসিন্দা ও এক জন মহারাষ্ট্রের বাসিন্দা। এছাড়াও ছিলেন ৩ জন স্থানীয়। গত ২৯ মে তারা প্রত্যেকেই ৩৫ কিলোমিটারের দীর্ঘ এক ট্রেক শুরু করেন।
তাদের গন্তব্য সিল্লা কুশকল্যাণ সাহাস্ত্রা তাল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৬০০ কিলোমিটার উচ্চতায় ট্রেক করতে গিয়ে তাদের ফিরে আসার কথা ৭ জুন। কিন্তু তার মাঝেই তারা প্রত্যেকে পথ হারিয়ে প্রকৃতির রোষে পড়েন। সূত্রের খবর উত্তরাখণ্ডের এই দুর্গম পাহাড়ে ট্রেক করতে গিয়ে মৃত্যু হয় ৯ জনের। নিখোঁজ আরও ৩ জন। উদ্ধারকাজে নামে বায়ুসেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১৩ জনকে উদ্ধার করে উদ্ধারকারীরা।
অসুস্থদের কপ্টারে তুলে দেরাদূন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজ্য বিপর্যয় বাহিনী সূত্রের খবর. এই বিপর্যয়ের ঘটনা ছড়িয়ে পড়তেই প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসে উত্তরকাশী জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরে তাতে যোগদান করে বায়ুসেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই ৫জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা ৩। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।