
The Truth of Bengal, মৌ বসু : Airdopes 311 Pro লঞ্চের পর boAt ভারতের বাজার নিয়ে আসল তাদের নতুন একটি ইয়ারবাড, যার নাম boAt Airdopes 300। সাশ্রয়ী মূল্যের এই ইয়ারবাডে রয়েছে লো ল্যাটেন্সি মোড, ইএনএক্স টেকনোলজি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। ভারতের বাজারে boAt Airdopes 300 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,৩৯৯ টাকা। এটি ক্রোম হোয়াইট এবং গান মেটাল ব্ল্যাক, এই দুটি রঙে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট ছাড়াও সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকেও কিনতে পারেন ইয়ারবাড।
নতুন boAt Airdopes 300 ইয়ারবাডে রয়েছে ১০ এমএম ডায়নামিক ড্রাইভার, যাতে হাই কোয়ালিটি সাউন্ড মিলবে। এতে রয়েছে স্প্যাসিয়াল অডিও এবং ২৪ বিট অডিও প্রসেসিং সাপোর্ট। আবার গেমারদের জন্য এতে থাকছে ৬৫ এমএস লো ল্যাটেন্সি বিস্ট মোড। এই ইয়ারবাডে মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি ফিচার আছে অর্থাৎ একই সঙ্গে একাধিক যন্ত্রের সঙ্গে একে যুক্ত করা সম্ভব। তাছাড়া এর প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে চারটি করে মাইক্রোফোন এবং এআই অ্যালগরিদম যুক্ত ইএনএক্স টেকনোলজি। ফলে বাইরের যে কোনো আওয়াজ এড়িয়ে ইয়ারফোনটি ব্যবহারকারীকে স্বচ্ছ ভাবে শোনা যায়।
boAt Airdopes 300 ইয়ারফোনটিতে পাওয়া যাবে ইন-ইয়ার ডিটেকশন, কুইক পেয়ারিং এর জন্য আইডব্লিউপি প্রযুক্তির সুবিধা। boAt Airdopes 300 ইয়ারবাডের ব্যাটারি চার্জিং কেস সমেত ৫০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ১৫০ মিনিট পর্যন্ত চলবে। জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।