বিষধরের ছোবলে মৃত্যু হয় না ঘোড়ার! কিন্তু কেন? জানেন কি
The horse does not die from poison! But why? do you know

The Truth Of Bengal : বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম হলো সাপ। বেশ কিছু সাপ রয়েছে যাদের বিষ মারাত্মক। একবার কাউকে ছোবল দিলে তার মৃত্যু অবধারিত। কিন্তু আপনি কি জানেন এমন একটি প্রাণী রয়েছে যার এই সাপের কামড়ে মৃত্যু হয় না? এবারে সবার মনে প্রশ্ন আসছে এই প্রাণীটির নাম কি? প্রাণীটি দেখতে কেমন?
সে প্রাণীটি আর কেউ নয় ঘোড়া। হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। ঘোড়াগুলো এমন একটি প্রাণী যার সাপের কামড়ে মৃত্যু হয় না। বড় সাপ যদি কোনো ঘোড়াকে ছোবল মারে তাহলে ঘোড়াটি তিন দিন অসুস্থ থাকার পর সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। আর এই ঘোড়া থেকে আসে পৃথিবীতে সমস্ত সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনাম)।
ঘোড়ার মত পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যারা নিজের শরীরে সাপের বিষ প্রতিরোধের ওষুধ তৈরি করতে পারে। যেমন- হাঙ্গর, বেজি, উট, ঘোড়া ইত্যাদি। এদের শরীরে যদি কোন ভাবে সাপের বিষ ঢুকে যায় তাহলে এদের তেমন কিছুই হয় না। শুধুমাত্র তিনদিন অসুস্থ হয়ে থাকে তারপর পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর এই তিন দিনে প্রাণীদের রক্তে সাপের বিষের অ্যান্টিভেনাম তৈরি হয়। এই সমস্ত প্রাণীদের শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়। আর সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টিভেনাম আলাদা করা হয়। এরপর অ্যান্টিভেনামের শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে একটি শিশিতে ভরে বাজারে বিক্রি করা হয়।
জানিয়ে রাখা ভালো, আমাদের শরীরে যে চিকেন পক্স হয় তার অ্যান্টি বডি এবং সাপের বিষের অ্যান্টিভেনাম এর প্রক্রিয়া নীতি প্রায় একই রকম। পার্থক্য শুধু একটাই, চিকেন পক্সের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয় আমাদের নিজেদের শরীরে আর অন্যদিকে সাপের বিষের ক্ষেত্রে এটি তৈরি হয় ঘোড়ার শরীরে।