রাজনীতি

ভোট গণনায় নজর বিরোধীদের, তৃণমূল নেতাদের গাইডলাইন অভিষেকের

Abhishek's guidelines for opposition, Trinamool leaders in vote counting

The Truth of Bengal: ৪ঠা জুন গণনা  হবে ইভিএমের।ভোট গণনা ঘিরে কাউন্টিং সেন্টারে বাড়ানো হয়েছে নিরাপত্তা।কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্র।এরমাঝে বুথ ফেরত সমীক্ষাকে সামনে রেখে বিজেপি নতুন করে চাপ বাড়াতে পারে। তাই কাউন্টিং সেন্টারের বাড়তি নজর রাখার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ৪২টি লোকসভার প্রার্থী,জেলা সভাপতিও দায়িত্বপ্রাপ্ত নেতাদের এবিষয়ে নজর রাখার বার্তা দেওয়া হয়েছে।

শনিবারই শেষ হয়েছে শেষ দফার ভোট। জাতীয় স্তরের এই মেগা নির্বাচন নিয়ে আলোচনা,পর্যালোচনা,আভাস বোঝার চেষ্টা চলছে। চর্চা চলছে ৪ঠা জুন কোন পক্ষ ক্ষমতার দুয়ার থেকে এক্সিট করবে,  কারাই বা গণতন্ত্রের মন্দিরে পৌরহিত্য করবে।এরমাঝে বুথ ফেরত সমীক্ষা নিয়ে বিজেপি বনাম বিরোধীদের রাজনীতির বাগযুদ্ধ জমে উঠেছে।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন,দেশ পরিবর্তনের উষালগ্নের অপেক্ষায় রয়েছে। কিন্তু এক্সিট পোলকে সামনে রেখে বিজেপি বিরোধীদের মনবল ভেঙে দিতে চাইছে বলে মনে করছেন তিনি। বিরোধীদের আশঙ্কা,গণনার দিন ফলাফল বিকৃত করার চেষ্টা হতে পারে।কারচুপির আশঙ্কা করে আগাম কাউন্টিং সেন্টারে তৃণমূল কর্মীদের সজাগ থাকার গাইডলাইন দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।রবিবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের মতোই ৪২টি লোকসভার প্রার্থী,জেলা সভাপতিও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের ভোকাল টনিক কোনওভাবেই মনবল ভাঙলে চলবে না।বিজেপির প্রচারের ফাঁদে পা না দিয়ে ঘাসফুল শিবিরকে চাঙ্গা থাকার পরামর্শ দিয়েছেন তিনি।ফোকাস ৪২লোকসভা কেন্দ্রের সমস্ত কাউন্টিং সেন্টার।নয়া নির্দেশিকায় সর্বস্তরের তৃণমূল নেতাদের বলা হয়েছে, সর্বদা নজর রাখবেন গণনাকেন্দ্র।ইভিএমে কোনওভাবে বিজেপির নেতা-কর্মীরা যাতে প্রভাব খাটাতে না পারে সেজন্য অভিষেক দলের সর্বস্তরের প্রতিনিধিদের কড়া নির্দেশ দিয়েছেন।  উল্লেখ্য, প্রতিটি গণনাকেন্দ্রে তৃণমূলের তরফেও কাউন্টিং এজেন্টদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে কমিশন নির্দেশ জারি করেছে, এমন কাউকে গণনার কাজে রাখা যাবে না বলে যিনি ভাতা বা সরকারি সুবিধা পান।  ফলে নতুন করে কাউন্টিং এজেন্ট খুঁজতে তত্পর  তৃণমূল কংগ্রেস।জেলা সভাপতিদের সেইমতো নির্দেশও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিকে,জাতীয় স্তরে ইন্ডিয়া জোট গণনাকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তাও শতাধিক প্রশ্নের বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়।  দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ৬০-৭০টি আসনে দু’পক্ষের মধ্যে কড়া টক্কর  হতে চলেছে বলে মনে করছেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। তাঁদের ধারণা, এই কেন্দ্রগুলিতে ভোটের মার্জিন থাকতে পারে ৫ থেকে ৭হাজারের মধ্যে। এই কেন্দ্রগুলির ফলাফলই ঠিক করে দেবে, কারা দিল্লির মসনদে বসতে চলেছে।সেইসব কড়া টক্করের কেন্দ্রগুলোতে ভোটগণনা যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে হয়, তা নিশ্চিত করতে  রবিবারই নির্বাচন কমিশনের কাছে আবেদন করে  বিরোধী জোটের সদস্যরা।

Related Articles