বিজেপি মারে মাথা ফাটল তৃণমূল কর্মীর, কুলতলিতে ব্যাপক অশান্তি
Trinamool worker beheaded by BJP, widespread unrest in Kultali

The Truth of Bengal: অশান্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্র। কুলতলি বিধানসভার মেরিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতে ৪০ ও ৪১ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। তাদের আনা হয়েছে কুলতলি গ্রামীণ হাসপাতালে। সেখানে সবার চিকিৎসা চলছে। বাকিবিল্লা লস্কর নামে এক তৃণমূল কর্মীর মাথা ফাটে। অন্যদিকে, মিলন নস্কর নামে এক বিজেপি কর্মী আহত হন।
অন্যদিকে, মথুরাপুরে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। মথুরাপুর লোকসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের ১১১ নম্বর বুথের ভোটাররা ভোট বয়কটের ডাক দেন। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বহুদিন ধরেই রাস্তার হাল বেহাল। কোনও কাজ হয়নি। ভোট বয়কটের খবর পেয়ে বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত ঘটনাস্থলে পৌঁছন। পরে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকাবাসী। এই ঘটনায় সাময়িক অশান্তি শুরু হয়। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।