ভোট দিয়ে বেরিয়ে মিঠুনকে শুনতে হল ‘চোর চোর’ স্লোগান, উত্তেজনা বেলগাছিয়ায়
After voting, Mithun saw 'Chor Chor' slogans

The Truth of Bengal: প্রচারেও বারবার শুনতে নানা কটূক্তি। এবার ভোট দিয়ে বেরোনোর পর মিঠুন চক্রবর্তীকে দেখে ‘চোর চোর’ স্লোগান। যা নিয়ে উত্তেজনা ছড়ায় বেলগাছিয়ায়। এদিন সকালে বেলগাছিয়ার দত্তবাগান ২২ নম্বর এলাকার একটি বুথে ভোট দিতে আসেন বিজেপি নেতা মীঠুন চক্রবর্তী। সেই সময় বুথের বাইরে থাকা কিছু মানুষ তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। বিজেপি এই ঘটনায় অভিযোগ তুলেছে তৃণমূলের দিকে। যদিও তৃণমূল তা অস্বীকার করে জানিয়েছে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
এদিন ভোট দিয়ে বেরোনোর পর মিঠুন চক্রবর্তীকে দেখে ‘চোর চোর’ স্লোগান উঠলে সাময়িক ভাবে উত্তেজনা ছড়ায় বেলগাছিয়ার ওই বুথে। যদিও নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটদানের মিঠুন জানান, রাজনীতিতে আর নয়। এবার ফিরবেন সিনে জগতে। তিনি বুঝিয়ে দিলেন এবার বিজপি সঙ্গ ত্যাগ করতে চলেছেন তিনি।
শেষ দফায় রাজ্যের ৯ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল থেকে নানা জায়গায় অশান্তির বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। কোথাও ইভিএম নিয়ে সমস্যা, তো কথাও আবার বুথে এজেন্ট বসতে দেওয়া নিয়ে অশান্তি। কমিশনে যা অভিযোগ আসছে, তা দ্রুত মেতানোর চেষ্টা চলছে। কড়া নিরাপত্তায় কলকাতার দুই কেন্দ্র, বরানগর বিধানসভার উপনির্বাচন সহ বাকি কেন্দ্রগুলিতে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে ভোটগ্রহণ। আগের সব কটি পর্বে শান্তিতেই মিটেছে ভোট। শেষ পর্বে ভোটে অশান্তি রোখার সব রকম ব্যবস্থা নিয়েছে কমিশন। তা সত্ত্বেও নানা জায়গায় অশান্তির ঘটনা ঘটছে। শেষ পর্বের ভোতের সকাল ফিরিয়ে আনছে বাংলার ভোট মানচিত্রের চেনা ছবি।