ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার ৩ যুবক, দুশ্চিন্তায় পরিবার
3 youths of Malda are missing while working in foreign state, family is worried

The Truth Of Bengal : মালদা : ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার তিন যুবক। দুশ্চিন্তায় পরিবার। যোগী রাজ্য উত্তর প্রদেশের কানপুর, দিল্লি এবং বিহারের পাটনায় কাজে গিয়ে সন্ধান নেই মালদার তিন যুবকের।
জানা যায়, মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রায় পাড়া এলাকার বাসিন্দা শিবাই রায়। বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। সেই তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দেয় ওই যুবক। গত ১৫ দিন আগে বিহারের পাটনায় কাজে গিয়েছিল সে। পরিবারের দাবি সেখানে কাজ করার সময় তার মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর ১০০ টাকা ধার করে গত শনিবার সকালে বাড়ি ফিরে আসার কথা জানায় সে। যেখানে একদিনে বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে চার চার দিন কেটে গেলেও এখনও খোঁজ নেই শিবাই রায়ের। এই নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। এই মর্মে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ করতে গেলে জানানো হয় যেখান থেকে নিখোঁজ হয়েছে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করতে। এমতাবস্থায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে পরিবার। নিখোঁজ হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অধিবিন্দ দাস।
অন্যদিকে, একইরকম ভাবে মালদার মানিকচক ব্লকের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা যোগী রাজ্য উত্তর প্রদেশের কানপুরে কাজে যায়। ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত সে। ১৯ এপ্রিল ১০ দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার কথা তার। কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই যুবক। সেই সময় মায়ের সাথে শেষ কথা হয়েছিল তারপর থেকে নিখোঁজ ওই যুবক। পরিবারের সদস্যকে ফিরে পেতে সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করা হলে সেই রকম ভাবে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ হওয়া পরিবারের সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুশ্চিন্তায় পরিবার।
ঠিক একই রকম ভাবে, মালদার রতুয়ার পুখুরিয়া এলাকার বাসিন্দা শেখ আইবুল বিগত একমাস আগে দিল্লি পাড়ি দিয়েছিল কাজে। তার বাকি সঙ্গীরা বাড়ি ফিরে আসলেও কোন খোঁজ মেলেনি শেখ আইবুলের।