সরকারী স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ
Order to stop tuition for government school teachers

The Truth Of Bengal: সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ৮ সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ ও জেলা স্কুল পরিদর্শক কে নিয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।প্রসঙ্গত , এর আগে এই বিষয়ে ২০২১ সালে গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপক দাস কলকাতা হাইকোর্টে সরকার অধিনস্ত স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন এর বিষয় মামলা দায়ের করেন ।
আর এই বিষয়ে সমিতির তরফ থেকে জানানো হয়, ২০২৩ সালের ১লা মে মাসের মামলার পর আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, কোন সরকারি স্কুলে শিক্ষক প্রাইভেটে টিউশন পড়াতে পারবে না। পাশাপাশি যারা আদালতের পক্ষ থেকে ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদ কে তিন মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে। এই প্রাইভেট টিউশন এর বিষয় মধ্যশিক্ষা পর্ষদ অন্যান ্য সরকার অধিনস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচলেখা চায়। তবেই মুচলেখার চাওয়ার পরেও শিক্ষকেরা স্কুলে শিক্ষকতার পাশাপাশি প্রাইভেট টিউশনি করতে থাকে। যার কারণ বসত ২০২৩ সালের ডিসেম্বর মাসে ফের আদালতে মামলা দায়ের করেনগৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা।
এই মামলা দায়ের করার পর দীপঙ্কর জানান , ” কলকাতা হাইকোর্ট স্কুল শিক্ষা দফতরকে সমস্ত জেলার স্কুলগুলি পরিদর্শন করার নির্দেশ দিয়েছে । শুধুমাত্র যে স্কুল শিক্ষা দফতর স্কুল গুলোকে পরিদর্শন করবে তা নয় তার পাশাপাশি আট সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে । এছাড়াও এই মামলার আইনজীবী ত্রক্রামুল বারি জানান, এতদিন পর্যন্ত আইন কে ফাঁকি দিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকেরা প্রাইভেটে টিউশন করেছেন । তবে এবার থেকে সেইটা আর করতে পারবে না । তবে এই নির্দেশিকা জারি হওয়ার পর স্কুল দফতরের এক তা জানান , আদালতের থেকে নির্দেশ পেয়েছি। তবে এটি কতটা কার্যকর হবে সেটি এখন দেখার বিষয়।