খেলা
Trending

মেসিহীন মায়ামি জয়ী কানাডায়

Messi-less Miami wins in Canada

The Truth Of Bengal:টিকিট বিক্রি হয়েছিল ৫৪ হাজার। কারণ মায়ামির বিপক্ষে ছিল ভ্যানকুভার হোয়াইটক্যাপস ।‌ এই ম্যাচে ঘিরে টানটান উত্তেজনার তৈরি হয়েছিল সমর্থকদের অবশেষে ম্যাচ জিতে যায় মায়ামি । ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা।
এদিন মায়ামির হয়ে প্রথম গোলটি করেন রবার্ট টেলর। পরে দ্বিতীয়ার্ধে গোল আসে কাম্পানার পা থেকে । ম্যাচের দিন বল ৫২ শতাংশ ভ্যাঙ্কুভাইরের দখলেই ছিল। যদিও এদিন মায়ামির তিন তারকা উপস্থিত ছিলনা।

জর্দি আলবার ছোড়া পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন টেলর। তার পর ৫৪ মিনিটে মায়ামির দ্বিতীয় গোলটি ছিল দলের খেলোয়াড়দের সকলের প্রচেষ্টা। এবারের গোল টেলরের থেকে বল পেয়ে গোল করেন কাম্পানা।

এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের যে পয়েন্ট তালিকা সেই পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে রইল মায়ামি। ১৬ ম্যাচ খেলার মধ্যে তারা ১০ টিতে জয়ী, ৪ টি ড্র করে । অপরদিকে ২ ম্যাচে হারে মায়ামি। এবার ৩০ মে মায়ামি নামছে মাঠে । প্রতিপক্ষ টিম আটলান্টা ইউনাইটেড।

Related Articles