সড়ক পথে নয় আকাশে উড়বে ট্যাক্সি, এয়ার ট্যাক্সি চেপে কোথায় যাওয়া যাবে? জানুন
Taxi will fly in the sky not on the road, where can you go by air taxi? get to know

The Truth Of Bengal, Mou Basu : এবার আর সড়ক পথে নয় আকাশে হেলিকপ্টার বা বিমানের মতো আকাশে উড়বে। এমন এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হচ্ছে দুবাই শহরে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শেষেই দুবাইয়ে চালু হতে চলেছে এয়ার ট্যাক্সি পরিষেবা। দুবাইয়ের সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (আরটিএ) দুবাইয়ের শহরাঞ্চলের পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটাতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হলে মাত্র ১০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। এয়ার ট্যাক্সিতে চেপে যে কোনো গন্তব্যে পৌঁছোতে খরচ পড়বে মাথাপিছু ৩৫০ দিরহাম (স্থানীয় মুদ্রা)।
আমেরিকার একটি প্রথমসারির বিমান প্রস্তুতকারক সংস্থা তৈরি করছে এয়ার ট্যাক্সি। প্রশাসনিক আধিকারিকদের মতে, এয়ার ট্যাক্সি চালু হলে দুবাইয়ে সড়ক পরিবহণের ওপর চাপ কমবে। যানজট কমানো যাবে প্রায় ৭০%। সড়ক পথে যে জায়গায় পৌঁছোতে ৪৫ মিনিট লাগত সেটা এয়ার ট্যাক্সিতে চেপে মাত্র ১০-১২ মিনিট সময় লাগবে।
৫০০-১ হাজার মিটার উচ্চতায় উড়বে এয়ার ট্যাক্সি। যাত্রাপথে দুবাইয়ের সুউচ্চ আকাশচুম্বী বহুতলগুলির পাশ দিয়ে যাবে এয়ার ট্যাক্সি। সুদক্ষ করে তুলতে চালকদের ৬-৮ সপ্তাহ কঠোর প্রশিক্ষণ দেওয়া হবে। মাত্র ১০ মিনিটের মধ্যে ১০০% ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে। মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা বুকিং করতে পারবেন। চালক ছাড়া ৪ জন যাত্রী বসতে পারবেন। হেলিকপ্টারের মতো লম্বালম্বি ওঠানামা করতে পারবে এয়ার ট্যাক্সি আবার বিমানের মতো আকাশপথে যাত্রী স্বাচ্ছন্দ্য মিলবে।