রাজ্যের খবর

সুখবর! এবার ঘরে বসেই মিলবে ইসকনের মহাপ্রসাদ

Good news! Now ISKCON Mahaprasad will be available at home

The Truth Of Bengal, Mou Basu :  বিশ্বজুড়েই ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস’ ওরফে ISKCON -এর ৮০০টিরও বেশি মন্দির ও সেবাকেন্দ্র রয়েছে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ ‘ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স’ (ONDC) ই-কমার্স নেটওয়ার্কের মাধ্যমে এখন যে কেউ ঘরে বসেই সহজে ISKCON -এর মহাপ্রসাদ অনলাইনে অর্ডার করতে পারবেন। এক্ষেত্রে দেশবাসীর কাছে যাতে স্বাস্থ্যকর উপায়ে ও স্বল্প সময়ের মধ্যেই প্রসাদ পৌঁছে যায় তার জন্য ISKCON জনপ্রিয় লজিস্টিক প্ল্যাটফর্ম Shiprocket -এর সঙ্গে হাত মিলিয়েছে।
ই-কমার্স লজিস্টিকস এবং শিপিং কোম্পানি শিপ্রকেট (Shiprocket) -এর তরফে দাবি করা হয়েছে, ISKCON এর দেওয়া দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে। অর্ডারকারীদের কাছে নির্বিঘ্নে শ্রদ্ধা ও পবিত্রতা বজায় রেখে মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে।

ONDC নেটওয়ার্কের মাধ্যমে কীভাবে ISKCON -এর মহাপ্রসাদ অর্ডার করবেন?
১. আপনি যে ধরনের কেনাকাটা করতে চান তা বেছে নিন৷
২. এবার মহাপ্রসাদের অর্ডার দেওয়ার জন্য ONDC নেটওয়ার্ক থেকে যেকোনো একটি বায়ার্স অ্যাপ বেছে নিন, যেমন – Paytm অথবা Mystore ৷
৩. এবার ব্রাউজ করুন এবং অর্ডার দিন।
৪. অর্ডার কনফার্ম করুন।

Related Articles