বিনোদন

অভিষেকের সঙ্গে বিচ্ছেদ বিতর্কের মাঝে ভালোবাসার ছবি পোস্ট ঐশ্বর্যার, কাকে নিয়ে ছবি শেয়ার করলেন বচ্চন ঘরনী?

Aishwarya Bachchan Gharani shared a picture of love between Abhishek and Abhishek.

The Truth Of Bengal :  কানাঘুষো শোনা যাচ্ছে, বচ্চন পরিবারে নাকি অশান্তি। দিনদিন যেন অভিষেক ও ঐশ্বর্যর দাম্পত্য তিক্ততা বেড়েই চলেছে। আর এই গুঞ্জন নিয়েই যখন তোলপাড় বলিপাড়া তখন এ প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া দিতে নারাজ ঐশ্বর্যসহ বচ্চন পরিবারের সবাই। তবে কিছু কিছু সময়, ঐশ্বর্য র পোস্ট প্রমাণ দেয় তাদের জীবনে অল্প হলেও বয়ে চলছে ঝড়। সম্প্রতি, ঐশ্বর্য সোশ্যাল মিডিয়ায় মায়ের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে মেয়ে আরাধ্যা এবং মা বৃন্দা রাইয়ের সঙ্গে জন্মদিন পালন করছেন ঐশ্বর্য। ছবির ক্যাপশনে লিখেছেন তার মা-ই তার জীবনের সবকিছু।

অভিনেত্রী ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে মা বৃন্দাস তার আত্মীয়দের সঙ্গে ক্যামেরায় পোজ দিয়ে ছবি তুলছেন। আর সেখানে সবার মধ্যমনী হয়ে রয়েছেন অভিষেক কন্যা আরাধ্যা। আর এখানেও সমালোচকেরা করছেন নানান কটাক্ষ।

সম্পর্কের তিক্ততা নিয়ে বহুবার নাম জড়িয়েছে ঐশ্বর্যর। কখনো নাম জড়িয়েছে সলমন খানের সঙ্গে আবার কখনো বিবেক ওবেরয়ের সঙ্গে। কিন্তু শেষমেষ অভিষেক বচ্চনের গলায় মালা দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। সম্প্রতি গুঞ্জন উঠছে বচ্চন পরিবারের সঙ্গে নাকি অশান্তি মেটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। শাশুড়ি জয়াবর্তনের সঙ্গে আলাদাভাবে ও নাকি কথা বলেছেন ঐশ্বর্যা। তবে জয়াই নাকি সবকিছু মিটিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেননি। তবে এই সমস্ত জল্পনা নিয়ে বচ্চন পরিবারের কেউই মুখ খুলতে নারাজ।

Related Articles