মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : মুর্শিদাবাদের স্ট্রংরুম পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

Lok Sabha Election 2024 : District Magistrate and District Superintendent of Police visit Murshidabad Strongroom

The Truth Of Bengal : সুদীপ রায় – মুর্শিদাবাদ : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা। এই আবহে বহরমপুরের গার্লস কলেজের স্ট্রং রুম পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলাশাসক ও মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশ সুপার।

শুক্রবার দুপুর প্রায় বারোটা নাগাদ মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র ও মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব প্রথমে বহরমপুর গার্লস কলেজের স্ট্রংরুমে আসেন এবং পুরো কলেজ চত্বর ঘুরে দেখেন তারা। পরে সেখান থেকে তারা রওনা দেন বহরমপুর কলেজের স্ট্রং রুম পরিদর্শনের উদ্দেশ্যে।

Related Articles