IPL 2024খেলা
Trending

আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের সংঘাত নিয়ে মুখ খুললেন ব্যাটলার

Battler opened up about the conflict between IPL and international cricket

The Truth Of Bengal: আইপিএল এর প্লে অফ পর্ব শুরু হয়ে গিয়েছে। আর গুরুত্বপূর্ণ এ সময়ে ইংল্যান্ডের কোন ক্রিকেটার খেলতে পারছেন না আইপিএল। কারণ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সব দেশ এখন ভীষণ ব্যস্ত রয়েছে। ব্যস্ত রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবিও। সে কারণেই নিজেদের যে যে খেলোয়াড় এদেশের ফ্রাঞ্চাইজি গুলোর সঙ্গে ছিল তাদের প্রত্যেককে ডেকে নিয়েছে ইসিবি । এবার এ বিষয়ে মুখ খুললেন জশ ব্যাটলার ।

ইংল্যান্ড অধিনায়ক মনে করেন এই গুরুত্বপূর্ণ সময়ে ফ্র্যাঞ্চাইজি গুলো ছেড়ে যাওয়া উচিত হয়নি তাদের। ইংল্যান্ডের ক্রিকেটার হওয়ার দরুণ তিনি ইংল্যান্ডের খেলাকেই প্রাধান্য দেবেন সব সময় । তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আইপিএলের সঙ্গে কোন মতেই সংঘাত উচিত নয় বলে তিনি ব্যাখ্যা করেছেন।ফিল সল্ট , স্যাম কারান, মঈন আলি , জশ ব্যাটলার প্রত্যেকেই ফিরে গিয়েছেন ইংল্যান্ডে। বিশ্বকাপের প্রস্তুতি যেমন সারছেন তার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে যে সিরিজ রয়েছে তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

তবে আইপিএল এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই তিনি মনে করেছেন। এর আগে বিসিসিআইয়ের তরফ থেকে ইসিবি কে অনুরোধ করা হয়েছিল যাতে খেলোয়াড়দেরকে এখনই তারা ডেকে না নেন , কারণ প্লে অফ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বি সি সি আই এর সেই অনুরোধ কে মান্যতা দেয়নি ইসিবি । এদিকে ইংল্যান্ড ক্রিকেটার সল্ট না থাকার দরুন যে প্লে অফ এ খুব একটা প্রভাব পড়েছে এমনটা নয়। হায়দ্রাবাদ কে হেঁলায় হারিয়ে কেকেআর একেবারে ফাইনালে পৌঁছে গেছে । যদিও ইংল্যান্ড দলের ক্রিকেটাররা থাকলে ফ্রাঞ্চাইজি দলগুলোর সুবিধা হয় বলে মত বিশেষজ্ঞদের।

 

 

Related Articles