রাজ্যের খবর

পাক অধিকৃত কাশ্মীর নিয়েই ছাড়ব, বাংলায় প্রচারে এসে ফের দাবি শাহের

Shah once again claimed that he will leave Pakistan-occupied Kashmir while campaigning in Bengal

The Truth of Bengal: বাংলায় ভোট প্রচারে এসে আবারও উগ্র জাতিয়তাবাদে শান দিলেন অমিত শাহ।পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভা থেকে শাহ হুঙ্কার দেন,পাক অধিকৃত কাশ্মীর নিয়েই ছাড়ব। তাঁর দাবি, পাকিস্তান আর এই পাক অধিকৃত কাশ্মীর দখলে রাখতে পারবে না।একইসঙ্গে মেরুকরণের আবেগ উস্কে দিতে অমিত শাহের মুখে শোনা যায়,অনুপ্রবেশ,রামমন্দির,অভিন্ন দেওয়ানি বিধির মতো প্রসঙ্গ।বিরোধীরা বলছে, আচ্ছেদিনের স্বপ্নপূরণে কী কী করেছে বিজেপির সরকার তার পারফরমেন্স কার্ড তাঁদের হাতে না থাকায় চব্বিশের নির্বাচনে তাঁরা এই ধরণের উগ্র জাতিয়তাবাদের ইস্যুকে তুলে ধরছে।আসলে বিজেপির ঝুলিতে সুশাসন,দেশবাসীর কল্যাণের মতো কোনও ভালোকাজের খতিয়ান না থাকায় আবারও উনিশের বালাকোটের মতোই এই ধরণের ইস্যুকে তাঁদের প্রচারে হাতিয়ার করতে হচ্ছে বলে ইন্ডিয়া জোটের সদস্যরা মনে করছেন।

শুধু উগ্র জাতিয়াবাদী আবেগে শান দেওয়াই নয়,শাহের হুমকি বিজেপি লোকসভায় ৩০টি আসন পেলেই বাংলায় তৃণমূল কংগ্রেস খণ্ড খণ্ড হয়ে যাবে।প্রশ্ন উঠছে,তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বাংলার সরকার ভাঙার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন।এরমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন,বাংলায় ২০২৬সাল পর্যন্ত সরকার থাকবে,কেউ গায়ের জোরে সরকার ভাঙতে পারবে না, এটা মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্র নয়।এই অবস্থায় বিজেপি লক্ষ্যপূরণ করতে বাংলায় বিকল্প নীতির কথা ঘোষণা করার পরিবর্তে হিন্দুত্ববাদী আবেগকে হাতিয়ার করছে বলেও সরব তৃণমূল কংগ্রেস।

তবে শুধু বাংলাতেই নয়,বিজেপির কেন্দ্রীয় নেতারা যে রাজ্যেই যাচ্ছেন সেখানে তাঁরা পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে ফিরিয়ে আনার হুঙ্কার দিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একই ইস্যুতে গলা চড়ান।  তাঁদের সোচ্চার দাবি ছিল, পাক অধিকৃত কাশ্মীর শীঘ্রই ভারতের হাতে ফিরে আসবে। জম্মু-কাশ্মীরের উন্নয়ন দেখে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ রাস্তায় নেমে আসছেন। ভারতই পাক অধিকৃত কাশ্মীরের মানুষের কাছে মডেল হয়ে উঠেছে বলে উল্লেখ করেন রাজনাথ,যোগী থেকে জয়শঙ্কর সকলেই।

Related Articles