আরও ৭টি বড় দুর্নীতির মামলা জমে, আবগারি তো শুধুমাত্র শুরু, কেজরিওয়ালকে নিশানা অমিত শাহের
7 more major corruption cases accumulate, Excise is just the beginning, Amit Shah targets Kejriwal

The Truth Of Bengal : আগামী ২৫ মে ষষ্ঠ দফায় রাজধানী দিল্লিতে নির্বাচন। নির্বাচনী প্রচারে দলের প্রার্থীদের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর যেভাবে দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তুলেছেন তাতে করে পাল্টা আক্রমণের রাস্তায় নেমেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। শুধু আবগারি দুর্নীতি নয়, দিল্লির সরকারের বিরুদ্ধে সাতটি গুরুত্বপূর্ণ কেলেঙ্কারির অভিযোগ করেছেন তিনি।
এক এক করে প্রত্যেকটি কেলেঙ্কারি তদন্ত হবে, হুঁশিয়ারি শাহের। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে অমিত শাহের হুঙ্কার, কোন দুর্নীতি থেকে ছাড় পাবেন না। আবগারি দুর্নীতি শুধু শুরু। বিজেপির এই শীর্ষ নেতা বলেন আবগারি দুর্নীতি শুধুমাত্র হিমশৈলের ফোঁটা। আরও যেসব দুর্নীতি রয়েছে তা হিমশৈলের চূড়া। তদন্ত সেই চুড়ায় পৌঁছাবে। দিল্লির কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির রয়েছে তাও উল্লেখ করেন শাহ। আবগারি বাদ দিলে ৭৮ হাজার কোটি টাকার জলবোর্ড দুর্নীতির অভিযোগ করেছেন তিনি।
এছাড়াও পাঁচ হাজার কোটি টাকার শ্রেণিকক্ষ নির্মাণের কেলেঙ্কারির কথা তুলে ধরেছেন নির্বাচনী প্রচারে। অভিযোগ করেছেন ১০০০ কোটি টাকার জাল ওষুধ কেলেঙ্কারি সহ মোট সাতটি কেলেঙ্কারির কথা। ৪০০০ কোটি টাকার এক্সরে কেলেঙ্কারির অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। অবশ্য বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আপ নেতারা। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তাঁরা। দিল্লির বুকে মানুষের সমর্থন হারিয়ে বিরোধী দলের বিরুদ্ধে কুৎসা করার অভিযোগ আম আদমি পার্টির। বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দিল্লির জনগণ দেবে, দাবি আপ নেতাদের।