দেশ

৩ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রায় ৪০ কোটি টাকা

A mountain of money was recovered from the house of 3 traders

The Truth of Bengal: ফের উদ্ধার বিপুল অঙ্কের টাকা। আগ্রায় ৩ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রায় ৪০ কোটি টাকা। এখনও চলছে আয়কর আধিকারিকদের তল্লাশি। তাই এই টাকার সংখ্যা আরও বাড়তে পারে। ভোটের মরশুমে এই বিপুল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে।

দেশ জুড়ে চলছে ভোট উৎসব তার মধ্যে একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে কারি কারি টাকা। সেই জায়গা থেকে বাদ গেল না দিল্লির আগ্রাও। এক জন নয়, পর পর ৩ জন জুতো ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল টাকার পাহাড়। তাও আবার এক টাকা দু টাকা নয়, কোটি টাকা পাওয়া গেছে ওই ৩ ব্যবসায়ীর বাড়ি ও অফিস থেকে। সেই টাকার পাহাড়ে রয়েছে ৫০০ টাকার নোট।

আসলে ওই ৩ জুতো ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাকির অভিযোগ উঠতেই আয়কর আধিকারিকরা ওই ৩ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর বেরিয়ে আসে মোট ৪০ কোটি টাকা। সেই টাকা গোনার পর্ব চলছে এখনও। টাকা গোনা শেষ হলে এই ৪০ কোটি সংখ্যাটা আরও বাড়তে পারে বলে সম্ভাবনা। কেবল কোটি টাকা নয়, এই সমস্ত ব্যবসায়ীদের বাড়ি থেকে বেশ কিছু দরকারি নথি এবং তাদের ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটের মধ্যে এই কোটি টাকা উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে জল ঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সামান্য জুতো ব্যবসায়ীদের কাছে এত বিপুল অর্থ এলো কিভাবে? এর  পিছনে কোনও রাজনৈতিক নেতার কারসাজি আছে বলেও প্রাথমিকভাবে অনুমান করছেন আয়কর আধিকারিকরা।

Related Articles