রাজ্যের খবর
Trending

Big Breaking : সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক হাওড়া জগৎবল্লভপুরে, ব্যাপক ক্ষয়ক্ষতি

A terrible fire broke out in Howrah Jagatballabpur at seven in the morning

The Truth Of Bengal : হাওড়ার জগৎবল্লভপুরে ভয়াবহ আগুন। ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোট সাড়ে তিনটে নাগাদ ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই তার দাউ দাউ করে জ্বলতে থাকে। কারখানাটিতে পরচুল তৈরি করা হতো বলে জানা গিয়েছে।

ফলে ওই কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। পাট সহ বিভিন্ন সামগ্রী পর চুল তৈরিতে লাগে। প্রয়োজন হয় রাসায়নিক রং। এই সবই দাহ্য পদার্থ। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে পাট মজুদ ছিল বলে জানা গিয়েছে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাও আগুন দেখানোর কাজে হাত লাগান।

এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গোটা কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় ওই কারখানার ভিতরে কেউ ছিল কিনা তা জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে কারখানাটি ভেঙে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles