রাজ্যের খবর
Trending

Big Breaking : শীতলকুচিতে রক্তাক্ত তৃণমূল নেতা

Big Breaking: Bloody Trinamool leader in Sheetalkuchi

The Truth Of Bengal :  ভোটের পর রক্তাক্ত শীতলকুচি। গুলিবিদ্ধ শীতলকুচি তৃণমূল নেতা। শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল প্রধান অনিমেষ রায়। গতকাল রাতে তৃণমূল নেতা যখন বাড়ি ফিরছিলেন তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তার পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি শাসক নেতা। নির্বাচন পরবর্তী হিংসায় ফের রক্তাক্ত শীতলকুচি। কি কারনে এই গুলি চালানোর ঘটনা কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্তে নেমেছে পুলিশ।

২০১৯ সালে সংবাদ শিরোনামে উঠেছিল শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিল ভোটার। ২০২৪ লোকসভা নির্বাচনের পর ভোট মিটতে ফের ভোট পরবর্তী হিংসায় রক্তাক্ত শীতলকুচি। অভিযোগের তীর বিজেপির দিকে যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্বের। তাদের পাল্টা দাবি গোষ্ঠী কোন্দলের জেরেই এই গুলি চালানোর ঘটনা।

Related Articles