যেকোনও পোশাক পরে ছবি তোলেন প্রচারবাবু, ইনিয়ে -বিনিয়ে মিথ্যে বলেন, কাকে টার্গেট করলেন মমতা?
Pracharbabu took a picture wearing any clothes, lied about it, who did Mamata target?

The Truth of Bengal: বাংলায় এসে মোদি-শাহরা শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন।যেকোনও পোশাক পরে ছবি তোলেন প্রচারবাবু,প্রচার ছাড়া কিছু করেন না একথা আবারও তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত চুচুঁড়ার সভা থেকে মমতা নিশানা করেন মোদিকে।তাঁর তোপ, বিজেপি কোনও কাজ করেনি। জিতলে ১৫ লক্ষ দেবে বলেছিল বিজেপি, কিছুই দেয়নি। এসব মোদীর ভাঁওতা। চাকরিও দেওয়া হয়নি ছেলেমেয়েদের।
টোটালটাই ভাঁওতা। আমি ওঁর নাম দিয়েছি প্রচারবাবু।মিথ্যে কথা ছাড়া কোনও কিছু করে না।একইসঙ্গে মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো বলেন,আমরা সমস্ত প্রতিশ্রুতি পালন করি। লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছি। কৃষকদের ১০ হাজার করে দিচ্ছি। না বলেও অনেক কাজ করেছি। তাঁর সাফকথা বিজেপি চাইলেও লক্ষ্মীর ভাণ্ডার কোনও দিন বন্ধ হবে না। বিজেপি কোনওদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না তাই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না।