ফেডারেশন কাপে নীরজদের পারফরম্যান্স কোথায় কখন দেখবেন জানুন
Know where and when to watch Neeraj's performance in the Federation Cup

The Truth Of Bengal : হিরের টুকরো ছেলে নীরজ চোপড়া নামছেন ফেডারেশন কাপে। তার সামনে পর পর বেশ কয়েকটা লক্ষ্য রয়েছে। তার মধ্যে অন্যতম এই ফেডারেশন কাপ। আজ সন্ধ্যায় নামছেন নীরজ।
ফেডারেশন কাপ 2024 জ্যাভলিন ছোঁড়ার প্রতিযোগিতা শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে। নীরজের এই পারফরম্যান্স দেখা যাবে না টিভিতে। কোন টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করবে না তবে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া ফেডারেশন কাপ 2024 জ্যাভলিন থ্রো ইভেন্টটি তাদের নিজস্ব YouTube চ্যানেলে লাইভ স্ট্রিম করবে ।
জ্যাভলিন থ্রো ফাইনালে যারা থাকবেন তারা হলেন মনু ডিপি, নীরজ চোপড়া, কিশোর কুমার জেনা, শিবপাল সিং, পরমোদ, উত্তম বালাসাহেব পাতিল,রোহিত কুমার, কুনওয়ার অজয়রাজ সিং আর,মনজিন্দর সিং, বিবিন অ্যান্টনি, বিকাশ যাদব, বিবেক কুমার এই প্রতিযোগিতায় নামার আগে নীরজ বলে রেখেছেন ৯০ মিটার পর্যন্ত জ্যাভলিন ছোঁড়া তার যে লক্ষ্য , তা পূরণ করবেন ভুবনেশ্বরে।
এর আগে দোহা ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেছিলেন নীরজ। শেষ পর্যন্ত জাকুব ভাদলেচের কাছে পেরে উঠেননি তিনি । মাত্র ২ সেন্টিমিটারের ব্যবধানে প্রথম হলেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ । এদিন ৮৮.৩৮ মিটার দূরত্বে জাভলিন ছুঁড়ে প্রথম হন চেক প্রজাতন্ত্রের জ্যাকুব । দ্বিতীয় হন নীরজ , তিনি ফাইনাল রাউন্ডে জ্যাভলিন ছুড়লেন ৮৮.৩৬ মিটার।