লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না,বাড়বে ১০০টাকা আশ্বাস শাহের, ড্রামেজ কন্ট্রোল,তোপ তৃণমূলের
Lakshmi Bhandar will not be closed, 100 rupees will be increased by Shah's assurance

The Truth of Bengal: ভোট প্রচারে বড় ইস্যু লক্ষ্নীর ভান্ডার। শাসকের মতোই বিরোধীদেরও হাতিয়ার মহিলাদের নগদ নারায়ণ লাভের মতো বিষয়। জনসমর্থন বাড়াতে তৃণমূল যখন লক্ষ্মীর ভাণ্ডারকে তুরুপের তাস করছে তখন বিরোধী বিজেপির কাছে চাপ বাড়াচ্ছে এই নারী ক্ষমতায়ণের ইস্যু। এরমধ্যে সেমসাইডে গোল করে বসে আছেন কোচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী । প্রকাশ্য সভায় তাঁর হুঁশিয়ারি ছিল বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। সেই অডিয়ো ভাইরাল হওয়ার পর বিজেপি বেকায়দায় পড়ে।
মহিলা ভোটব্যাঙ্কে ধস নামার আশঙ্কায় ভুগতে থাকেন দিল্লির নেতারা।তাই খোদ অমিত শাহের মুখে শোনা গেল আবার আশ্বাসবাণী।শ্রীরামপুরের সভায় শাহ বলেন,লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। বরং ১০০ টাকা বেশি মিলবে। এই প্রসঙ্গে শাহ আরও বলেন,‘‘মমতা দিদি বলেন, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলে যাচ্ছি, বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না।
আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০ টাকা বাড়িয়ে মহিলাদের দেব।’’তৃণমূল কংগ্রেস বলছে,এটা আসলে মুখ পুড়ে যাওয়ার পর মুখ বাঁচানোর কৌশল।নারী বিদ্বেষী বিজেপির মহিলাবন্ধু সাজার রাজনীতি।তৃণমূলের প্রশ্ন,যেখানে সুকান্ত মজুমদার বলছেন,বিজেপি ক্ষমতায় বসলে ১হাজার নয়,২হাজার টাকা দেবে।আবার অভিজিত গঙ্গোপাধ্যায়,৩গুণ টাকা দেওয়ার গল্প শোনাচ্ছেন। সেখানে শাহের মুখে কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে ?