স্যামসং গ্যালাক্সি ওয়াচে স্বাস্থ্যের আপডেট মিলবে এআই প্রযুক্তির সাহায্যে, কীভাবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা
Samsung Galaxy Watch will get health updates with the help of AI technology, how artificial intelligence works

The Truth Of Bengal , Mou Basu: আট্রিয়াল ফাইব্রেশন অর্থাৎ আচমকা অস্বাভাবিক হয়ে পড়ে হৃদযন্ত্রের গতি। হৃদযন্ত্রের ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়া, স্ট্রোক হওয়ার বা হৃদযন্ত্রের নানান অসুখের সম্ভাবনা বাড়ে। গোটা বিশ্ব জুড়ে অনেকেই এই অসুখে ভুগছেন। দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট স্যামসং নতুন যে গ্যালাক্সি ওয়াচ ৭ নিয়ে কাজ করছে তাতে থাকতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।
এই এআই প্রযুক্তির সাহায্যে সময়মতো হৃদযন্ত্রের অস্বাভাবিক গতি ধরা সম্ভব হবে। এরজন্য এরমধ্যে পেটেন্টের জন্যও আবেদন করেছে স্যামসং কর্তৃপক্ষ। অ্যাপলের সিরিজ ৪ এর স্মার্টওয়াচে আগে থাকতেই ইসিজি অ্যাপ আছে যা দিয়ে অস্বাভাবিক হৃদযন্ত্রের গতি চিহ্নিত করা সম্ভব। এবার স্যামসং-ও গ্যালাক্সি সিরিজের স্মার্টওয়াচে এই সুবিধা আনতে চলেছে। হার্টের রিদম এবার রেকর্ড করা যাবে। ইসিজি মনিটর করা যাবে।
জেনারেটিভ এআই প্রযুক্তির সাহায্যে ফটোপ্লেথিসমোগ্রাম (পিপিজি) সিগনালকে ইসিজি সিগনালে পরিণত করা হবে। এর মাধ্যমে ধমনীর রক্ত সঞ্চালনে কোনো পরিবর্তন ঘটলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে। মনে করা হচ্ছে, গ্যালাক্সি ওয়াচ ৭ সিরিজে ৩টি মডেল আনতে চলেছে স্যামসং।