দেশমসনদের লড়াই

আজ বারাণসী কেন্দ্রের হয়ে মনোনয়ন  জমা দেবেন নরেন্দ্র মোদি

The Truth Of Bengal :তৃতীয়বারের জন্য এবারও বারাণসি থেকে লড়ছেন নরেন্দ্র মোদি।  মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন তিনি। মঙ্গলবার সকালে স্নান সেরে প্রথমে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে তারপর মনোনয়ন পেশ করতে চান নরেন্দ্র মোদি । ঠিক বেলা ১১:৪০ মিনিট নাগাদ  নরেন্দ্র মোদি তার মনোনয়ন পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন । এই ১১:৪০ মিনিট সময় টা শুভক্ষণ বলে শাস্ত্রবিদরা   জানিয়েছেন।  মোদি তাই সেই সময়টাই তিনি বেছে নিয়েছেন।

মনোনয়নপত্র পেশ করার আগের দিন অর্থাৎ সোমবার তিনি দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তা জুড়ে করেন বিশাল রোড শো করেন । তার সর্বক্ষণের সঙ্গী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০১৪ সাল থেকে মোদি এই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মোদি । সে বছর কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ছিলেন অজয় রায় । তাকে মোদির  ৩ লক্ষ ৭০ হাজার ভোটে হারান। আর তারপর ২০১৯ সালের ৪লক্ষ ৮৯ হাজার ভোটে হারান। তৃতীয়বারের জন্য এই একই কেন্দ্র থেকে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিপক্ষে সেই অজয় রায়। কিন্তু এবার কি প্রধানমন্ত্রী জয় হাসিল করতে পারবেন ? হ্যাটট্রিক করতে পারবেন ? সেই প্রশ্ন এখন শৈব তীর্থে ঘোরাফেরা করছে।

 

Related Articles