অনেক তো হল পাহাড়ে ঘোরা, এবার চলুন বিশ্বের সব চেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে, যার অন্যতমও আকর্ষণ দোবাঁকী ক্যাম্প
West Bengal Tourism

The Truth of Bengal: সুন্দরবন কম বেশি অনেকেই গেছেন । তাই এবার চলুন ঘুরে আসা যাক সুন্দরবনের দোবাঁকী ক্যাম্প থেকে। ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা সুদীর্ঘ এই ব্রিজে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, হরিণ এই ধরনের নানা বন্য জীবজন্তু। তাই সপ্তাহান্তের ছুটিতে এবার ঘুরে আসুন নেটের জাল দিয়ে ঘেরা এই আধ কিলোমিটার লম্বা ব্রিজ থেকে। চারপাশে সবুজ ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা বদ্বীপ। যদি ভেবে থাকেন সুন্দরবনের কথা বলছি তো একদম ঠিক ভাবছেন। প্রকৃতির মাঝে পৃথিবীর সবচেয়ে বড় ব-দ্বীপ ম্যানগ্রোভ অরণ্যের দেখা একমাত্র পাওয়া যায় এই সুন্দরনবন গেলেই। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র এই তিন নদীর অববাহিকায় অবস্থিত এই বদ্বীপে অরণ্য, রয়েল বেঙ্গল টাইগার, কুমির, নানা অজানা পাখি দেখার সুযোগ পাওয়া যায়। সুন্দরবন আসলে বন্যজীবজন্তুর সঙ্গে দেখা করার একমাত্র উপাই লঞ্চে করে জলের উপর সাফারি করা। জলের মধ্যে লঞ্চে ভ্রমণ করতে করতে দুপাশে দেখে নিতে পারবেন পাড়ে বিচরণ করছে সোনালী রঙের হরিণের দল।
কোথাও আবার দেখবেন মাছ রাঙা ছো মেরে মাছ ধরে নিয়ে যাচ্ছে। প্রকৃতির ঘন জঙ্গলের মধ্যে থেকে এই দৃশ্য দেখা, আপনাকে এনে দেবে এক অন্য অভিজ্ঞতা। এমন অনেক লঞ্চ আছে যেখানে রাত্রি যাপন করার সুযোগ ও পাওয়া যায়। সুস্বাদু খাওয়া দাওয়ার পাশাপাশি লঞ্চের মধ্যেই ঘুমনোর বেড রুম। রাতে শুয়ে পেঁচা থেকে শুরু করে নানা বন্য পাখির শব্দে একটু হলেও আপনার গা ছমছম করে উঠবে । আবার পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের পক্ষ থেকে এক নতুন অ্যাডভেঞ্চারেরও ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য। নানা দর্শনীয় স্থানের মধ্যে পর্যটকদের সবথেকে বেশি আকর্ষণ করবে ম্যানগ্রোভ অরণ্যের মাঝে সেই সুদীর্ঘ একটি ব্রিজ, যাকে বলা হয় দোবাঁকী ক্যাম্প।
প্রায় আধ কিলোমিটার দীর্ঘ এই পথ ১২ ফুট উঁচু নেটের জাল দিয়ে ঘেরা ।এই ব্রিজ মাটি থেকে প্রায় ২০ ফুট উঁচুতে অবস্থিত। চারপাশে সুন্দরী, গরান, গেওয়া গাছ গুলি দেখবেন অর্ধেক ডুবে আছে নদীর জলে। শুধু উপরের দিকের অংশ খোলা রয়েছে। দোবাঁকী ক্যাম্পের মধ্যে যেতে যেতে দেখবেন কখন জঙ্গল থেকে বেরিয়ে আসছে বাঘ আবার কখনও দেখতে পাবেন দল বেঁধে হরিণরা সব ছুটে পালাচ্ছে। সুন্দরবন যেতে গেলে আপনাকে ট্রেনে করে প্রথমে ক্যানিং পৌঁছতে হবে। সেখান থেকে গাড়ি করে গোসাবা আর গোসাবা থেকে আরও একটি গাড়ি করে দোবাঁকী ক্যাম্প।