দেশ

মেঘালয়ে প্রথম মহিলা পুলিশ প্রধান, উত্তর পূর্বাঞ্চলে নারী শক্তির সূর্যোদয়

Meghalaya gets first woman police chief

The Truth of Bengal: মেঘের রাজ্য মেঘালয়। সেখানে নারী শাসিত সমাজ।নারীদের হাতেই সমাজ গঠনও সংসার পালনের রাশ রয়েছে।শান্তি স্থাপনেও মেঘালয়ের প্রমিলা বাহিনী ত্রাতার ভূমিকা নেয়।এবার সেই মেঘালয়ে বড় নজির তৈরি হল। এই প্রথম কোনও মহিলা পুলিশ প্রধান পেল নারী শক্তির উপাসক সেই রাজ্য। সিনিয়র আইপিএস অফিসার ইদাশিশা নোংরাং মেঘালয়ের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন।

এলআর বিষ্ণোইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ১৯  মে অবসর নেবেন বিষ্ণোই। ২০মে সেই দায়িত্ব হাতে নেবেন ইদাশিশা নোংরাং। তিনি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি। বর্তমানে তিনি অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ড বিভাগের ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন.  মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার সভাপতিত্বে পর্যালোচনায় গত মাসে ইউপিএসসি দ্বারা অনুমোদিত তিনজন অফিসারের মধ্যে থেকে নংরাংকে বেছে নেওয়া হয়। এখন দায়িত্ব নেওয়ার পর এই পাহাড়ি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কতটা কার্যকরি ভূমিকা নিতে পারেন সেটাই বড় বিষয়।

Related Articles