আবার শিকাগোয় নিখোঁজ ভারতীয় ছাত্র,উদ্বেগে হায়দরাবাদের পড়ুয়ার পরিবার
Indian student goes missing again in Chicago

The Truth of Bengal: মার্কিন মুলুকে পড়তে গিয়ে ফের নিখোঁজ ভারতীয় পড়ুয়া। এবার বছর ২৬ -র রূপেশ চন্দ্র চিন্তাকিন্দি শিকাগো থেকে নিখোঁজ হয়েছেন।তাঁর কোনওরকম খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ২ মে থেকে তিনি নিখোঁজ রয়েছেন।মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূতের তরফ থেকে তত্পরতা জারি আছে পড়ুয়ার সন্ধান পাওয়ার জন্য। ভারতের কনস্যুলেট জেনারেল জানিয়েছেন, শিকোগা পুলিশের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন।ভারতীয় অনাবাসীরাও তাঁর খোঁজ পাওয়ার চেষ্টা করছে। গত ৬মে শিকাগো পুলিশ তাঁর খোঁজ পাওয়ার জন্য সাধারণ মানুষকে আবেদন জানিয়েছে ।বছর ছাব্বিশের এই যুবক উইসকনসিনের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়তে গিয়েছিলেন। ২ মে শেষবারের মতো বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন রূপেশ। কিন্তু তার পর থেকেই আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে।তখন রূপেশের বাবা তাঁর রুমমেটদের সঙ্গো যোগাযোগ করেন।
তাতে জানা যায়,টেক্সাসে কারুর সঙ্গে দেখা করতে গিয়ে আর ফিরে আসেননি রূপেশ। ভারতের কনস্যুলেট জেনারেল সোশ্যাল মিডিয়ায়,হায়দরাবাদের পড়ুয়ার পরিবারকে আশ্বস্ত করেছেন,চেষ্টা করা হচ্ছে রূপেশকে খুঁজে বের করার।তাঁকে নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন।আশা করছি দ্রুত তাঁর সন্ধান পাওয়া যাবে। শিকাগোয় এর আগে একাধিকবার ভারতীয় পড়ুয়ারা নিখোঁজ হয়ে যান।তাঁদের খুঁজে পেতে সমস্যা হয়।টেনশনে পড়ে যান সেইসব ভারতীয়দের পরিবার। জানুয়ারিতে শিকাগোয় প্রাণ যায় ৪ ভারতীয় পড়ুয়ার।
ফেব্রুয়ারিতে বিবেক তানেজা নামে বছর ৪১এর ভারতীয় বংশদ্ভুত তথ্য প্রযুক্তি এক্সিকিউটিভ বিবেক তানেজার আক্রান্ত হন। এপ্রিল মাসে বছর ২৫-র এক পড়ুয়া নিখোঁজ হয়ে যান শিকাগোয়। গত মার্চ মাসে আমেরিকার ক্লিভল্যান্ড থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন হায়দরাবাদের যুবক আবদুল মহম্মদ। তাঁর পরিবারের দাবি ছিল, মোটা অঙ্কের মুক্তিপণ চেয়ে ক্রমাগত ফোন করা হচ্ছে।এছাড়াও মার্চে বছর ৩৪এর প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী অমরনাথ ঘোষকে গুলি করে খুন করা হয়।মিসৌরির সেন্ট ল্যুইস থেকে তাঁর দেহ মেলে ।বারবার শিকাগোয় ভারতীয় পড়ুয়া বা কর্মরত ব্যক্তিরা এই হামলার মুখে পড়ায় শঙ্কা বাড়ছে ।