মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : কৌশানির গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা, আরো যা যা বললেন

Lok Sabha Election 2024 : Kaushani's voice praised the Prime Minister, what else he said

The Truth Of Bengal : উজ্জ্বল দাসগুপ্ত, পশ্চিম বর্ধমান, আসানসোল, বারাবনি :- বৃহস্পতিবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে টলিউডের খ্যাতনামা নায়িকা কৌশানি মুখার্জি বারাবনি ব্লকের পানুড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে গিরমিট মোড় পর্যন্ত আয়োজিত এক মেগা রোড শো এ অংশ গ্রহণ করেন । এদিন নায়িকা কৌশানি মুখার্জির সঙ্গে হুড খোলা গাড়িতে দেখা যায় বারাবনির বিধায়ক তথা আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ সহ ব্লকের অন‍্যান‍্য নেতৃত্ব ও কর্মীদের ।

এদিন বারাবনি ব্লকের পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে-গঞ্জে ঘুরে শত্রুঘ্ন সিনহাকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন নায়িকা কৌশানি মুখার্জি । প্রচারে বেরিয়ে তিনি বলেন, মমতা ব‍‍্যানার্জির মনোনিত প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ইভিএমে তিন নং বোতাম টিপে জয়যুক্ত করতে হবে। তোমরা সবাই প্রস্তুত তো? আগামী ১৩ই মে খেলা হবে? একই সাথে তিনি বলেন,বিগত তিনদিন ধরে আসানসোল দুর্গাপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় তিনি প্রচার করছেন। বিশেষত পঞ্চায়েত এলাকাগুলিতে। কিন্তু কোথাও তার মনে হয়নি যে সেই অঞ্চলগুলি গ্রাম। তাই উন্নয়ণ সর্বত্র হয়েছে এটা স্পষ্ট।

উন্নয়ণের অপর নাম মমতা ব‍্যানার্জি। এর পরেই সাংবাদিকদের দেশের প্রধানমন্ত্রীর প্রতি আপনার দৃষ্টি ভঙ্গী প্রশ্নে উত্তর দিতে গিয়ে তিনি বলেন,আমি ওনাকে যথেষ্ট ভালো চোখে দেখি। যথেষ্ট সম্মাণ জানাই, উনি প্রধানমন্ত্রী দেশের জন‍্যে অনেক ভালো কাজ করছেন কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব‍্যানার্জির কোনো বিকল্প নেই।

Related Articles