
The Truth of Bengal : চলতি আইপিএল টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচে আশানুরূপ করতে পারেনি আরসিবি। তবে গুজরাটের বিপক্ষ ম্যাচে তারা জয়লাভ করেছে। এই ম্যাচে ফ্যাফ ডু প্লেসিস ও বিরাটের দল ৪ উইকেটে জয়লাভ করেছে। আরসিবি জয়লাভ করার সঙ্গে পয়েন্ট টেবিলও যথেষ্ট উন্নতি করেছে। তবে এই জয় লাভের নেপথ্যে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম মহম্মদ সিরাজ । সবমিলিয়ে চার ওভারের ২৯ রান দিয়ে দু উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের সেরা পুরস্কার উঠেছে সিরাজের হাতেই । আর এই ম্যাচে আরসিবি জয়লাভ করার পর সিরাজ জানিয়েছেন এর আগের রাতে অসুস্থ ছিলেন। এই ম্যাচে তার খেলার কথাই ছিল না বলে জানান তিনি। তবে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে তার , সব থেকে বেশি ভালো লাগছে দল জয়ী হওয়াতে বলেই জানান তিনি । তিনি ভাবতেই পারেননি বিপক্ষকে আউট করতে পারবেন ।
টি-টোয়েন্টি টুর্নামেন্টে বুমরা ছাড়া আর কোনো ভারতীয় পেসার এর পর পারফরমেন্স স্বস্থির নয় বলে যে আলোচনা চলছিল তাতে ইতি টানলেন মহহ্মদ সিরাজ। গুজরাট টাইটানসের বিরুদ্ধে তার যে পারফরম্যান্স তা শুধুমাত্র সমর্থকদের কাছেই নয় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ও ভীষণ স্বস্তির খবর। তিনি যে ফর্মে খেলেছেন তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরা । তার কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নাম রয়েছে স্কোয়াডে ।