দেশ
Trending

ভোট রাজনীতির জন্য কখনও পাকিস্তান স্মরণ কখনো ‘দ্বারোকা পুজো’, প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

Sometimes Pakistan remembers 'Dwaroka Puja' for vote politics, Rahul Gandhi attacks Prime Minister

The Truth Of Bengal : ভোটে জেতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনো পাকিস্তান স্মরণ করেন আবার কখনো জলের নেমে দ্বারকা পুজোর অভিনয় করেন। পুনেতে গিয়ে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু ভোট রাজনীতির জন্য প্রধানমন্ত্রী নানান ধরনের নাটক মঞ্চস্থ করছেন বলে কটাক্ষ রাহুলের। ওই নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেন, পাকিস্তানের কথা মুখে আনতে হয় প্রধানমন্ত্রীকে শুধু ভোটে জেতার জন্য। আবার যখন পাকিস্তান কাজে আসে না তখন আবার ধর্মের আশ্রয় নিতে হচ্ছে। জলে নেমে দ্বারকা পুজো করেন প্রধানমন্ত্রী।

রাহুল গান্ধী এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেন, সবই নাটক করা হচ্ছে। নাটক তৈরি করার জন্য জলের নিচেও নামছেন। সনাতন ধর্মের নামে নাটক মঞ্চস্থ করে ভোটারদের মন পাওয়ার চেষ্টা করা হচ্ছে। ভোটে জিততে বারে বারে ধর্মের ব্যবহার করে চলেছেন প্রধানমন্ত্রী। সরাসরি অভিযোগ কংগ্রেস নেতার। এর আগেও রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছিলেন এরকম একাধিক নাটকের কথা। যা প্রকৃত ধর্ম পালন নয়, শুধু ভোট রাজনীতি। ভোটারদের বোকা বানানোর কৌশল। এইভাবেই ভোটারদের বোকা বানিয়ে ক্ষমতায় ফিরতে চাইছেন নরেন্দ্র মোদি। আবারো রাহুলের গলায় তীব্র কটাক্ষ।

Related Articles