সোশ্যাল মিডিয়া ব্যবহারে এ বার কর্মশালা তৃণমূলের, উদ্বোধনে জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী
This time the workshop on the use of social media is of the Trinamool, inaugurated by the district president Shubashis Chakraborty

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর দ্বারা পরিচালিত সোশ্যাল মিডিয়া কর্মশালার শুভ উদ্বোধন করেন যাদবপুর ও ডায়মন্ড হারবার জেলার সাংগঠনিক সভাপতি শুভাশিস চক্রবর্তী ও তাছাড়া দক্ষিণ 24 পরগনা জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। তাছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌরমাতা।
দক্ষিণ 24 পরগনার জয় হিন্দ বাহিনী সভাপতি পল্লব কান্তি ঘোষ বলেন, “আগামী দিনে আমাদের লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে যাদবপুর ,জয়নগর ও ডায়মন্ড হারবার ,মথুরাপুর এই চারটি লোকসভা কেন্দ্রের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে প্রচার রড তোলা যাবে। তার রণকৌশল নির্ধারণ করা হবে এই কর্মশালা থেকে। আগামী দিনে প্রচারের মাধ্যমে আরো কতটা মানুষের দোর গোড়ায় পৌঁছায় দেওয়া যায় তা চিন্তা ভাবনা নিচের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে আছে তৃণমূল কর্মী সমর্থকরা ভোটের শুধু প্রতিশ্রুতি নয় ।ভোটের পরেও মানুষের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ করে তৃণমূল কর্মী সমর্থকরা। বিরোধীরা যত অপচয় কুপচার ছড়াবে ততোই তৃণমূলের জয় জয় কার হবে। মানুষ বুঝে গিয়েছে মা মাটি মানুষের সরকারের ১৫ বছর সুখ দুঃখের সাথী হয়েছে । আর কাদেরকে দেখা যায় না শুধু ভোটের বেলায় দেখা যায় মানুষ বুঝে গিয়েছে কে পাশে আর কে থাকে না। মুখ্যমন্ত্রীর দাওয়া ৭৬ টি প্রকল্প মানুষের মধ্যে ব্যাপকভাবে সারা ফেলেছে।
লক্ষীর ভান্ডার ও সবুজ সাথী ,খাদ্য সাথী সেবামূলক প্রকল্প। জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন বিজেপির সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করেন। তৃণমূলের এত অর্থ নেই তাই সোশ্যাল মিডিয়া যারা কাজ করে চলেছেন তৃণমূলের হয়ে প্রচার করেছেন তারা কিন্তু দল থেকে কোন অর্থ বা বেতন পায় না। নিজেদের অর্থ ব্যয় করে সকাল ছয়টা থেকে রাত্রি দুটো পর্যন্ত কাজ করে চলেছে এটাই আমাদের দলের নীতি। এটাই তৃণমূল কংগ্রেস।