রাজ্যের খবর
লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন! হুলুস্থুলু মাথাভাঙ্গায়
Bison is roaming around the area! In total headache

The Truth Of Bengal : বিশ্বদীপ সাহা, কোচবিহার:- মাথাভাঙ্গা ২ নং ব্লকের আটপুকুরি এলাকায় একটি বাইসন নজরে আসে স্থানীয়দের। আর তারপরই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা।
পাশাপাশি বাইসন দেখতে ভিড়ও জমে যায় এলাকায়। এরপর বনদপ্তরে খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা এসে ঘুমপাড়ানি গুলিতে বাইসন টিকে ডাউয়াগুড়ি এলাকা থেকে উদ্ধার করে। বনদপ্তরের পক্ষ থেকে জানা গেছে এদিন আটপুকুরি এলিকায় বাইসন টি নজরে আসে তারপর ডাউয়াগুড়ি এলাকা থেকে বাইসনটিকে উদ্ধার করা হয় এবং তারপর পাতলা খাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।