The Truth Of Bengal, নদিয়া, মাধব দেবনাথ: আগামী ১৩ই মে নদীয়ার দুটি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচন। তার আগে গোটা নদীয়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। শুক্রবার সকাল থেকে নদীয়ার বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের করা নজরদারি, পাশাপাশি চালানো হচ্ছে নাকা চেকিং। রয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এছাড়াও রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী।
প্রত্যেকটি গাড়িকে গুরুত্বপূর্ণভাবে চেক করা হচ্ছে। পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে প্রাইভেট গাড়ি প্রত্যেককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আধিকারিকরা। কোথাও কিছু সন্দেহ হলে তা গাড়ির ডালা খুলে চেক করা হচ্ছে। যদিও এই নাকা চেকিং আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।