Lok Shobha Election 2024 :কাকাতুয়ার প্রেমে ইউসুফ , প্রচারের ফাঁকে ফিরে গেলেন শৈশবে
Lok Shobha Election 2024: Yusuf in love with cockatoos, returned to his childhood during the campaign

The Truth Of Bengal ,সুদীপ রায় , মুর্শিদাবাদ : লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে । আর নির্বাচনের মাঝে সকলেই শেষ প্রচারে নেমে গেছে । তবে বহরমপুরে দেখা গেল এক অন্য ছবি । বহরমপুর লোকসভা সভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্রিকেট তারকা ইউসুফ পাঠান।
এদিন ফিরে গেলেন শৈশবে, মাতলেন কাকাতুয়ার সঙ্গে খেলায়। কাকাতুয়া গুড্ডুর কান্ড দেখে যেমন অবাক হন সকলেই। ঠিক তেমনই গুড্ডুর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন ক্রিকেট তারকা।একদিকে যেমন ক্রিকেট তারকা অন্যদিকে তিনি পশু পাখি প্রেমী, কাকাতুয়া লাড্ডু কে দেখে নিজেকে আর আটকাতে পারলেন না ইউসুফ মাতলেন তার সঙ্গে খেলায়। আর এই ছবি ধরা পরল বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি মহাকুমার নারায়ণ ধার পার্কে।
কান্দি পৌরসভার অধীনে নারায়ণধার পার্ক। পর্যটকদের আকর্ষণের জন্য একটি পাখিরালয় তৈরি করা আছে। সেই পাখিরালয়ে আছে গুড্ডু। কাকাতুয়া গুড্ডু পান করে চা সঙ্গে থাকে বিস্কুট। তাই গুড্ডুর সঙ্গে কিছুটা সময় কাটান ইউসুফ পাঠান।