মাত্র কুড়ি বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লে ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার
England's young cricketer died when he was only twenty years old

The Truth of Bengal: মাত্র কুড়ি বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লে ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার জশ বেকার।গত বুধবার সমারসেট দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলার সুযোগ পান এবং ৩ উইকেট তুলে নেন তিনি। এরপরই বৃহস্পতিবার তার ক্লাবের তরফ থেকে তার মৃত্যুর সংবাদ জানানো হয়। আইপিএল চলাকালীন সময়ে দুঃসংবাদ। প্রাণ হারালেন জশ বাটলারের সতীর্থ তরুণ ক্রিকেটার জশ। মাত্র ২০ বছর বয়সে প্রাণ হারালেন জশ বেকার ।ঘরোয়া ক্লাবের হয়েই খেলতেন বেকার। গত মাসে তিনি দুটি ম্যাচ খেলেছে এমনকি গত বুধবার সমারসেট দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলার সুযোগ পান এবং ৩ উইকেট তুলে নেন।
তবে ঠিকই কারণে মৃত্যু জশের তা ক্লাবের তরফ থেকে স্পষ্ট জানানো হয়নি। উস্টারশায়ারের প্রধান ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যাশলি জাইলস বলেন, জশের মৃত্যুর খবর তাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়েছে। জশ দলে একজন সতীর্থের চেয়েও বেশি কিছু ছিল। তাদের ক্রিকেট পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিল সে। তারা তাঁকে মিস করবেন। জশের পরিবার ও বন্ধু-বান্ধবের জন্য সমবেদনা জানান তিনি। ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বেকারের।
বামহাতি স্পিনার রূপে তার ময়দানে পা রাখা এবং ৪৭ ম্যাচে ৭০ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাছাড়া ২৫ টি সাদা বলের ফরম্যাটে তিনি ২৭ উইকেট তুলে নেন। বল হাতে নয়, ব্যাট হাতেও দলকে জেতাতে অবদান রেখেছিলেন তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন বেকার। পাশাপশি, গর বছর তিনি উস্টারশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তি করেন। স্বভাবত তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা ক্রিকেট মহল।