রাজ্যের খবর

গরমের দাপট, পরীক্ষা স্থগিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

Examination postponed in Vidyasagar University

The Truth of Bengal: তীব্র গরমের জন্য এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সমস্ত পরীক্ষা মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার নোটিশ দিয়ে এই ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদাহ। দুই মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। কলাইকুণ্ডার তাপমাত্রা ইতিমধ্যে দেশের সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। এমন অবস্থায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সমস্ত পরীক্ষা মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার জন্য আগামী ২ এবং ৪ মে যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, তা মুলতুবির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সব কলেজে ওই দুদিন যা যা পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আপাতত বাতিল করা হল। বিএড, বিপিএড, বিএফএসসি, বিএসসি (অনার্স) কৃষিবিদ্যা, বিএড স্পেশ্যাল, ডিওসিএ এবং তৃতীয় বর্ষের যে সব পরীক্ষা ছিল, তা মুলতুবি করা হচ্ছে। এখন মুলতুবি হয়ে গেলেও পরে কবে ওই পরীক্ষা নেওয়া হবে তা জানানো হয়নি। আবার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে ৬ মে যে পরীক্ষাগুলি রয়েছে, নির্ধারিত সূচি মেনে সেই প্রীখাগুলি নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Articles