রাজ্যের খবর

তাপপ্রবাহে বড় সিদ্ধান্ত জলপাইগুড়িতে, কি সেই সিদ্ধান্ত জানুন

In Jalpaiguri, the big decision in heat wave, know what that decision is

The Truth Of Bengal : জলপাইগুড়ি : রাজ্যজুড়ে চলছে তীব্র দাবদাহ। গরমের দাপটে মানুষের পাশাপাশি হাঁসফাঁস অবস্থা বন্যপ্রাণীদেরও। অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলেই বর্তমানে তাপপ্রবাহ বাড়ছে বলে মত অনেকের। সর্বত্র এখন তাই গাছ লাগানোর কথা বলা হচ্ছে। আর ঠিক এই সময় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হল একটি গাছ কাটার অনুমতি নিতে গেলে কমপক্ষে তিনটি নতুন গাছ লাগাতে হবে। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার।

এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, অনেক সময়ই বিভিন্ন প্রয়োজনে এলাকার মানুষ গাছ কাটার জন্য আবেদন নিয়ে আসে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে একটি গাছ কাটার অনুমতি নিতে গেলে কমপক্ষে তিনটি নতুন গাছ লাগাতে হবে।গাছ লাগানোর ছবি দেখার পরেই দেওয়া হবে অনুমতি।গাছ লাগান, প্রাণ বাঁচান কথাটি শুধু প্রচারের আলোয় না রেখে বাস্তবে পরিণত করতে এবং আমাদের পরিবেশ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। গ্রাম পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরাও।

চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, আমরাও দীর্ঘদিন ধরে জনগণকে গাছ লাগানোর বিষয়ে সচেতন করছি। বর্তমান পরিস্থিতিতে সকলকেই এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত। গ্রাম পঞ্চায়েত প্রধান যা সিদ্ধান্ত নিয়েছে তা খুবই প্রশংসনীয়।

Related Articles