ভোট-নজরদারিতে এখনও পর্যন্ত মোট ২৮৫ কোটি টাকা বাজেয়াপ্ত
285 crore has been confiscated so far in the poll-monitoring

The Truth of bengal: ৮টি লোকসভা কেন্দ্রের জন্য ষষ্ঠ দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এই দফায় জঙ্গলমহল-সহ বেশ কয়েকটি কেন্দ্রে হবে ভোট। অন্যদিকে তৃতীয় দফায় ভোটগ্রহণ করা হবে আগামী ৭মে। এই দফায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে হবে। জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তৃতীয় পর্যায়ে ৭৩ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ ভোট দেবেন। এখানে বেশ কিছু মহিলা পরিচালিত ভোট কেন্দ্র থাকছে। প্রায় ২৫৭টি ভোট কেন্দ্রে মহিলা পরিচালিত হবে।
ষষ্ঠ দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পাশাপাশি এই দফার জন্য আয়-ব্যয় পর্যবেক্ষক এসেছেন রাজ্য। তমলুক, কাঁথি ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে চলে এসেছেন পর্যবেক্ষক। চতুর্থ পর্যায় ৮টি লোকসভা কেন্দ্রে ৫৫৮টি স্পর্শকাতর পোলিং স্টেশন চিহ্নিত করা হয়েছে। এছাড়া নাকা চেকিং, আন্তরাজ্য নাকা, ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিসটিকস সার্ভিল্যান্স টিম কাজ করছে। এখনও পর্যন্ত মদ, মাদক, সোনা গয়না সহ অন্য দ্রব্য মিলিয়ে মোট ২৮৫ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে।