রাজ্যের খবর

সুপ্রিম কোর্টে আপাতত স্থগিত সন্দেশখালি মামলার শুনানি

The hearing of the Sandeshkhali case was delayed in the Supreme Court

The Truth of Bengal: গতকাল কলকাতা হাই কোর্টের  রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। এই মামলার শুনানিতে এদিন উল্লেখযোগ্য নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে আপাতত স্থগিত সন্দেশখালি মামলার শুনানি। তবে তদন্ত যেমন চলছে, তেমন চলবে বলে জানাও হয়েছে।

সন্দেশখালিতে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার শুনানি মুলতুবি সুপ্রিম কোর্টে। ২ সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্যে। সেই আর্জিতে সাড়া দিল সুপ্রিক কোর্ট। পরবর্তী শুনানি হবে আগামী জুলাই মাসে। শুনানি পিছিয়ে গেল তিন মাসের জন্য। সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এর আগে সন্দেশখালিতে জমি দখল ও নারী নির্যাতনের ঘটনায় কলকাতা হাই কোর্ট সিবিআইয়ের তদন্তের ভার তুলে দিয়েছিল।

Related Articles