রাজ্যের খবর

সকালে বাড়ির ছাদেই ময়ূর নাচ! কোথায় দেখা গেল এ দৃশ্য জানেন?

The Truth of Bengal :  রবিবার বাড়ির ছাদে পেখম তুলে ময়ূরকে নাচতে দেখা গেল ডুয়ার্সের মেটেলি ব্লকে। সূত্রের খবর  জঙ্গল থেকেই প্রায়শই খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে এইসকল বন্যপ্রাণীরা। এদিনের ময়ূর ছাড়াও সেখানে প্রায়শই দেখা যায় হাতি সহ চিতাবাঘ তাছারাও মাঝে কখনও বাইসন কিংবা হরিণদের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়তে। কিন্তু এবার একটি ময়ূর চলে আসলো একদম বাড়িতে। তাও আবার ঘরের চালে দীর্ঘক্ষণ থাকলো পেখম মেলে বসে। রবিবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার বাংলা পাড়ায় এই দৃশ্য দেখে হতবাক হয়েছেন সকলেই।

এদিন প্রথমে ময়ূরটি জনৈক হেমন্ত রায়ের বাড়িতে দেখা যায়। সেখান থেকে পরবর্তীতে আমিন রায়ের ঘরের চালে এসে পরে ময়ুরটি।সেখানেই পেখম মেলতে দেখা যায়।ময়ুর দেখতে ভিড় জমায় অনেকে। পরে খবর দেওয়া হয় বনদপ্তরের ধূপঝোড়া বিড অফিসে। সেখান থেকে বনকর্মীরা আসার আগেই ময়ূরটি ওই বাড়ি থেকে উড়ে পালিয়ে যায়।স্থানীয় বাসিন্দা প্রসন্ন রায় বলেন, ময়ুরকে আশেপাশে দেখা গেলেও কখনো এর আগে এভাবে বাড়িতে আসতে দেখা যায়নি। খাবারের জন্য তো হাতি, চিতাবাঘ আসে। কিন্তু ময়ূর কেন আসলো। তবে কি ময়ূরও খাবারের জন্য আসলো? নাকি তীব্র দাবদাহের কারণে জল পান করতে এসেছে ময়ূর ? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মনে।