বিনোদন

বিয়ে অবধি সম্পর্ক গড়াবেনা জেনেই কী এই মতামত শ্রুতির প্রেমিকের? 

The Truth Of Bengal: অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান তার চার বছরের সম্পর্কের ইতি ঘটালেন। খোলামেলা ভাবে কেউই কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় তার প্রেমিক  অসমের বিখ্যাত ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে থাকা ছবি মুছে দিয়ে ব্রেক আপ এর কথা স্পট করে দেন। শোনা যায় COVID-19 এর সময় থেকে তাদের সম্পর্ক শুরু হয়। তাদের প্রেম নিয়ে খুব বেশী লুকো চাপা ছিলনা ইন্ডাস্ট্রিতে। সূত্রের খবর তাঁরা লিভিং-ও করতেন শ্রুতির মুম্বইয়ের ফ্ল্যাটে। শোনা গিয়েছে দু-মাস আগেই নাকি ব্রেকআপ হয়ে গেছে তাঁদের যা নিয়ে জল্পনা তুঙ্গে।

সোশ্যাল মিডিয়াতে তাদের মধ্যেকার ঘনিষ্ঠ মুহূর্তের কিংবা তাঁদের নিজস্ব সম্পর্ক নিয়ে নানান ছবি ও কথা শেয়ার করতেন তাঁরা প্রায়শই। কিন্তু বিয়ে নিয়ে কেউই কখনো মুখ খুলতেন না। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, আপাতত বিয়ে নিয়ে তাদের কোনও প্ল্যানিং নেই। তবে আরও এক বিশেষ সাক্ষাৎকারে শ্রুতির প্রেমিক শান্তনুকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,”আমি বিয়ে নামক এই প্রতিষ্ঠানে বিশ্বাসই করি না। শিল্পী হিসাবে কেউ আমাকে কোনও গণ্ডির মধ্যে বেঁধে রাখুক, তা আমি চাই না। আর যে কোনও সম্পর্কই সময়ের সঙ্গে বিবর্তিত হতে থাকে। আমি আর শ্রুতি নিজেদের সম্পর্কে ভাল আছি। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না।’’

তবে কী ব্রেক আপ নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন শান্তনু? এবং বিয়ে অবধি সম্পর্ক গড়াবেনা জেনেই কী এই মতামত করেছিলেন তিনি? আপাতত প্রতীক্ষায় রয়েছেন অভিনেত্রীর থেকে আসল খবর শোনার জন্য তাঁর আনুরাগীরা।