The Truth Of Bengal: শুক্রবার স্কুটিনির দিনে ভোটের ময়দানে এগিয়ে যাওয়ার পথ খোয়ালেন বিজেপির প্রার্থী দেবাশীষ ধর। সমস্ত কিছু নথিপত্র ঠিকঠাক থাকলেও রাজ্য সরকারের নো ডিউ সার্টিফিকেট না থাকায় প্রার্থী পথ বাতিল হয়ে যায় তার। নির্বাচন কমিশনের নির্দেশে এদিন হতাশায় ভেঙে পড়লেন তিনি। দেবাশীষ ধর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে এবার দল যা ঠিক করবে তিনি সেই পথেই এগোবেন।
এতদিন প্রার্থী নাম বাতিলের পর তার পাশে কোন বিজেপির নেতৃত্ব ছিলেন না। বিজেপির পক্ষ থেকে নমিনেশন দাখিলের শেষ দিনে নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য নাম নমিনেশনে দাখিল করা হয়। দেবাশীষ ধরে প্রার্থী পথ বাতিল হয়ে যাওয়ার আগেই বিজেপি রাজ্য নেতৃত্ব বিষয়টি সম্পর্কে অবগত ছিল বলেই সুত্রের খবর, তবে তা টের পেয়েও প্রার্থী দেবাশীষ ধরকেই কেন প্রচারে রাখছিলেন বিজেপি নেতৃত্ব, সেবিষয়ে কোনও মন্তব্য ইতিমদ্ধেই কাউকে করতে দেখা যায়নি। সকালে প্রচারের পরেই বিকেলে প্রার্থী বদল।
আপাতত বিজেপি বীরভূম লোকসভায় পাখির চোখ করে দুই রাজনৈতিক দলই চাতক পাখির মতন চেয়ে বসে আছেন। নির্মবাচনের ময়দানে দেবাশীষ ঘরের এই প্রার্থী পথ খারিজ হয়ে যাওয়ায় তৃণমূলের কোথাও শক্তি বৃদ্ধি হল বলেই মনে করছেন বিজেপি।