সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক
Bangladeshi youth killed by BSF firing on the border

The Truth Of Bengal : পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এবার নিহত এক বাংলাদেশি যুবক। শুক্রবার ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গিহাট সীমান্তে ভারত অধীনস্থ ডোরাডাবরি গ্রামে ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত ওই যুবকের নাম আবুল কালাম। তার বয়স ২৪ বছর।
সূত্রের খবর অনুযায়ী, সীমানা পেরিয়ে বাংলাদেশি গরুসহ বিভিন্ন জিনিস আনতে তিনি বৃহষ্পতিবার রাতে ভারতের ডোরাডাবরি গ্রামে যান। এরপর সকালে সেখান থেকে ফেরার সময় ভারতের কোচবিহার জেলার ১৬৯ বিএসএফ ব্যাটেলিয়নের নজরে চলে আসেন। সেই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি ছুঁড়লে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর, তার সঙ্গীরা এসে মৃতদেহটিকে নিয়ে যান।
অবশ্য, বাংলাদেশ ব্যাটেলিয়নের কাছে এই বিষয় জানানোর পর, তারা কোনোরকম প্রতিক্রিয়া দেননি। যদিও, নিহতের পরিবারের বক্তব্য, কী কারণে তাদের ছেলেকে গুলি করা হয়েছে তারা জানেনা। সব মিলিয়ে, ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।